ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে যাত্রীবাহী থ্রি-হুইলার (মাহিন্দ্রা) নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী।
আজ শুক্রবার (৬ জুন) সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক মোড় পরিসংখ্যান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ বরগুনার বেতাগী উপজেলার বটতলা গ্রামের মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী গাড়িটিতে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে, সকালে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন গাড়িটিতে থাকা অপর ছয় যাত্রী।
আহত যাত্রীরা হলো—কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের ইলাহী, একই উপজেলার বীণাপাণি গ্রামের রাসেল ও তাঁর স্ত্রী স্বর্ণা, রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের নাসির এবং একই উপজেলার ব্র্যাক অফিস মোড়ের বাসিন্দা মনিরসহ আরও একজন। আহত চারজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিয়াম আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। চারজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর এক যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। তাঁর মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, মাহিন্দ্রাটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঝালকাঠিতে যাত্রীবাহী থ্রি-হুইলার (মাহিন্দ্রা) নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী।
আজ শুক্রবার (৬ জুন) সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক মোড় পরিসংখ্যান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ বরগুনার বেতাগী উপজেলার বটতলা গ্রামের মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী গাড়িটিতে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে, সকালে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন গাড়িটিতে থাকা অপর ছয় যাত্রী।
আহত যাত্রীরা হলো—কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের ইলাহী, একই উপজেলার বীণাপাণি গ্রামের রাসেল ও তাঁর স্ত্রী স্বর্ণা, রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের নাসির এবং একই উপজেলার ব্র্যাক অফিস মোড়ের বাসিন্দা মনিরসহ আরও একজন। আহত চারজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিয়াম আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। চারজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর এক যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। তাঁর মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, মাহিন্দ্রাটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৭ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে