ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায়নি। চার নিখোঁজের মধ্যে শুধু জাহাজের গিজার হৃদয়ের মরদেহ আজ রোববার উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এদিকে গতকাল শনিবার উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ চারজনকে ঢাকায় আনা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল ও ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার।
এর আগে গতকাল সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়। রাত থেকে তেল অপসারণের পর জাহাজের ডুবে যাওয়া অংশ ভেসে ওঠে। গতকাল তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। এর পর বিকেলে ডুবতে থাকে নদীতে। তবে রাতেই তেল অপসারণ করতে থাকায় ভেসে ওঠে। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জাহাজ-সংশ্লিষ্টরা। ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ থেকে গতকাল মাঝ রাত পর্যন্ত ৪ লাখ লিটার তেল খালাস করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করে জাহাজ ও তেল উদ্ধারে কাজ চালানো হচ্ছে।
জাহাজ আপাতত নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জোয়ারের স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সিলেটের হবিগঞ্জে।
সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান জানান, আগুনে দগ্ধ চারজন চিকিৎসা নিচ্ছেন। যথাযথভাবে উদ্ধারকাজ চলছে।

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায়নি। চার নিখোঁজের মধ্যে শুধু জাহাজের গিজার হৃদয়ের মরদেহ আজ রোববার উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এদিকে গতকাল শনিবার উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ চারজনকে ঢাকায় আনা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল ও ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার।
এর আগে গতকাল সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়। রাত থেকে তেল অপসারণের পর জাহাজের ডুবে যাওয়া অংশ ভেসে ওঠে। গতকাল তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। এর পর বিকেলে ডুবতে থাকে নদীতে। তবে রাতেই তেল অপসারণ করতে থাকায় ভেসে ওঠে। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জাহাজ-সংশ্লিষ্টরা। ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ থেকে গতকাল মাঝ রাত পর্যন্ত ৪ লাখ লিটার তেল খালাস করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করে জাহাজ ও তেল উদ্ধারে কাজ চালানো হচ্ছে।
জাহাজ আপাতত নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জোয়ারের স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সিলেটের হবিগঞ্জে।
সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান জানান, আগুনে দগ্ধ চারজন চিকিৎসা নিচ্ছেন। যথাযথভাবে উদ্ধারকাজ চলছে।

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে