ঝালকাঠি প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, খুনিদের বিচারে গড়িমসি না করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। আজ সোমবার ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে (প্রেসক্লাব চত্বরে) আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
পথসভায় শফিকুর রহমান বলেন, ‘আন্দোলনে অনেকে আহত হয়েছেন, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউবা বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই ছাত্র-জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাঁদের সবাইকে সুস্থ, ভালো রাখুক।’
শফিকুর রহমান বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। গড়িমসি করে সময়ক্ষেপণ করা নয়; স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সবাইকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী এই খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে শহীদ সেলিম তালুকদারের নবজাতক সন্তানকে দেখার জন্য দুপুরে ঝালকাঠিতে আসেন দলটির আমির। এ সময় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেওয়া শিশুকন্যাকে দেখার জন্য জামাতের আমি তাঁর বাড়ি শহরের কৃষ্ণকাঠি গ্রামে যান। শিশুটির ভরণপোষণসহ তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং তার নাম রাখেন সাইমা সেলিম রোজা।
সেলিম মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার চার দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। ৮ মার্চ ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সেলিমের স্ত্রী সুমি কন্যাসন্তান প্রসব করেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, খুনিদের বিচারে গড়িমসি না করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। আজ সোমবার ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে (প্রেসক্লাব চত্বরে) আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
পথসভায় শফিকুর রহমান বলেন, ‘আন্দোলনে অনেকে আহত হয়েছেন, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউবা বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই ছাত্র-জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাঁদের সবাইকে সুস্থ, ভালো রাখুক।’
শফিকুর রহমান বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। গড়িমসি করে সময়ক্ষেপণ করা নয়; স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সবাইকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী এই খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে শহীদ সেলিম তালুকদারের নবজাতক সন্তানকে দেখার জন্য দুপুরে ঝালকাঠিতে আসেন দলটির আমির। এ সময় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেওয়া শিশুকন্যাকে দেখার জন্য জামাতের আমি তাঁর বাড়ি শহরের কৃষ্ণকাঠি গ্রামে যান। শিশুটির ভরণপোষণসহ তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং তার নাম রাখেন সাইমা সেলিম রোজা।
সেলিম মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার চার দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। ৮ মার্চ ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সেলিমের স্ত্রী সুমি কন্যাসন্তান প্রসব করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে