ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ছুরিকাঘাতে স্ত্রী হত্যার ঘটনায় সেই ছাত্রলীগ নেতা আলী ইমাম খান অণুকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে আল ইমাম খান অণুকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঝালকাঠি জেলা শাখা) তাঁর কৃতকর্মের কারণে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, ‘নিহত নারীর বাবার দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে তাঁকে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অণু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানিয়েছে, পরকীয়ার কারণে সে একাই স্ত্রীকে হত্যা করেছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের ব্যাগ তল্লাশি করে
একটি নতুন চাকুও উদ্ধার করা হয়েছে।’
উল্লেখ্য, ঝালকাঠি শহরের টিনপট্টি সড়কের দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অণু ২০২১ সালের ২ সেপ্টেম্বর গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। বিয়ের পর থেকে তাঁরা আলাদাভাবে নিজের বাবার বাসায় থাকতেন। সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাটিং করতেন বলে অণু জানতে পারেন। গত রোববার রাতে নিজের ফেসবুকে ‘স্ত্রী পরকীয়ায় আসক্ত’ লিখে স্ট্যাটাস দেন। পরে গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকোপার্কে ডেকে নেন অণু। সেখানে ফেসবুকে তানহার চ্যাটিং নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অণুু ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অণু তাঁর ফেসবুকে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ছুরি উদ্ধার করেছে।

ঝালকাঠিতে ছুরিকাঘাতে স্ত্রী হত্যার ঘটনায় সেই ছাত্রলীগ নেতা আলী ইমাম খান অণুকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে আল ইমাম খান অণুকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঝালকাঠি জেলা শাখা) তাঁর কৃতকর্মের কারণে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, ‘নিহত নারীর বাবার দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে তাঁকে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অণু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানিয়েছে, পরকীয়ার কারণে সে একাই স্ত্রীকে হত্যা করেছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের ব্যাগ তল্লাশি করে
একটি নতুন চাকুও উদ্ধার করা হয়েছে।’
উল্লেখ্য, ঝালকাঠি শহরের টিনপট্টি সড়কের দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অণু ২০২১ সালের ২ সেপ্টেম্বর গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। বিয়ের পর থেকে তাঁরা আলাদাভাবে নিজের বাবার বাসায় থাকতেন। সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাটিং করতেন বলে অণু জানতে পারেন। গত রোববার রাতে নিজের ফেসবুকে ‘স্ত্রী পরকীয়ায় আসক্ত’ লিখে স্ট্যাটাস দেন। পরে গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকোপার্কে ডেকে নেন অণু। সেখানে ফেসবুকে তানহার চ্যাটিং নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অণুু ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অণু তাঁর ফেসবুকে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ছুরি উদ্ধার করেছে।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৮ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪০ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে