যশোর প্রতিনিধি

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে