যশোর প্রতিনিধি

রিকশাচালক হাফিজুর রহমান বলেছেন, ‘বেলাডা বাড়ার সঙ্গে সঙ্গে শহরডা ফাঁকা হয়ে যাচ্ছে। কী যে গরম। গরমে মানুষ বের হতে পারতেস না। প্যাটের জ্বালায় বারোইছি, কিন্তুক প্যাছিন্দার পাচ্ছিনে।’
যশোরে কয়েক দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলায় লোকজনের উপস্থিতি কমে গেছে। যাত্রী না পেয়ে শহরের বকুলতলায় বসেছিলেন রিকশাচালক হাফিজুর রহমান। সেখানেই এই প্রতিবেদককে কথাগুলো বলেন তিনি।
এ সময় রিকশাচালক হাফিজুর রহমান বলেন, ‘সকালে একটু গরম কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী যে গরম পড়ছে, যেন আগুনের মতন তাপ। এদিক-ওদিক ছুটেও পরানডা ঠান্ডা করতে পারতিছি না। তাই এই বকুলতলাতে বসেছি, শরীরটা ঠান্ডা করার জন্যি।’
শহরের গুরুত্বপূর্ণ মুজিব সড়ক, দড়াটানা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে প্রচণ্ড তাপপ্রবাহে প্রায় জনশূন্য দেখা গেছে। মানুষের উপস্থিতি যেমন কম, তেমনি যানবাহনের উপস্থিতিও কম। কিছু ইজিবাইক, রিকশা দেখা গেলেও যাত্রীর অপেক্ষায় মোড়ে মোড়ে বসে থাকতে দেখা গেছে চালকদের।
শহরের সিভিল কোর্ট মোড়ে ইজিবাইক রেখে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন চালক রফিকুল মণ্ডল। তিনি বলেন, ‘সেই সকালে গাড়ি নিয়ে বের হয়ছি। কিন্তু আমাগের যশোরে যে গরম পড়তেছে, গরমের জন্যি জানডা বের হয়ে যাচ্ছে। রিকশা না নিয়ে বের হলি, বউ ছেলেপেলে যে না খেয়ে থাকবেনে।’
রফিকুল মণ্ডল আরও বলেন, ‘সকালে ৭টার দিকে গাড়ি নিয়ে বের হয়েছি। ৯টা পর্যন্ত মোটামুটি ভাড়া টেনেছি, তারপর থেকে আর ভাড়া হয় না। রাস্তায় লোকজনই নেই বললেই চলে।’
এদিকে আজ মঙ্গলবার ১৫ বছর পর যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা ৩টার দিকে বিমানবাহিনীর আবহাওয়া দপ্তর এ তাপমাত্রা রেকর্ড করেছে। খুলনা আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ২০০৯ সালে যশোরে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।
প্রায় তিন সপ্তাহ ধরেই খুলনা বিভাগের ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে এ বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।

রিকশাচালক হাফিজুর রহমান বলেছেন, ‘বেলাডা বাড়ার সঙ্গে সঙ্গে শহরডা ফাঁকা হয়ে যাচ্ছে। কী যে গরম। গরমে মানুষ বের হতে পারতেস না। প্যাটের জ্বালায় বারোইছি, কিন্তুক প্যাছিন্দার পাচ্ছিনে।’
যশোরে কয়েক দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলায় লোকজনের উপস্থিতি কমে গেছে। যাত্রী না পেয়ে শহরের বকুলতলায় বসেছিলেন রিকশাচালক হাফিজুর রহমান। সেখানেই এই প্রতিবেদককে কথাগুলো বলেন তিনি।
এ সময় রিকশাচালক হাফিজুর রহমান বলেন, ‘সকালে একটু গরম কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী যে গরম পড়ছে, যেন আগুনের মতন তাপ। এদিক-ওদিক ছুটেও পরানডা ঠান্ডা করতে পারতিছি না। তাই এই বকুলতলাতে বসেছি, শরীরটা ঠান্ডা করার জন্যি।’
শহরের গুরুত্বপূর্ণ মুজিব সড়ক, দড়াটানা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে প্রচণ্ড তাপপ্রবাহে প্রায় জনশূন্য দেখা গেছে। মানুষের উপস্থিতি যেমন কম, তেমনি যানবাহনের উপস্থিতিও কম। কিছু ইজিবাইক, রিকশা দেখা গেলেও যাত্রীর অপেক্ষায় মোড়ে মোড়ে বসে থাকতে দেখা গেছে চালকদের।
শহরের সিভিল কোর্ট মোড়ে ইজিবাইক রেখে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন চালক রফিকুল মণ্ডল। তিনি বলেন, ‘সেই সকালে গাড়ি নিয়ে বের হয়ছি। কিন্তু আমাগের যশোরে যে গরম পড়তেছে, গরমের জন্যি জানডা বের হয়ে যাচ্ছে। রিকশা না নিয়ে বের হলি, বউ ছেলেপেলে যে না খেয়ে থাকবেনে।’
রফিকুল মণ্ডল আরও বলেন, ‘সকালে ৭টার দিকে গাড়ি নিয়ে বের হয়েছি। ৯টা পর্যন্ত মোটামুটি ভাড়া টেনেছি, তারপর থেকে আর ভাড়া হয় না। রাস্তায় লোকজনই নেই বললেই চলে।’
এদিকে আজ মঙ্গলবার ১৫ বছর পর যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা ৩টার দিকে বিমানবাহিনীর আবহাওয়া দপ্তর এ তাপমাত্রা রেকর্ড করেছে। খুলনা আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ২০০৯ সালে যশোরে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।
প্রায় তিন সপ্তাহ ধরেই খুলনা বিভাগের ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে এ বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।

নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্সে’ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন, তাঁর স্ত্রী শিল্পী আক্তারসহ আলাউদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ ভরি ৪ আনা ২ রত্তি ৭ পয়েন্ট
৯ মিনিট আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন নারী ও এক শিশু।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে