চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় জহির উদ্দিন (২০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার নারায়ণকাঠি গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহাজাদপুর বিওপি সদস্যরা তাঁকে আটকের পর তাকে পুশব্যাকের জন্য কয়েক দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়। চেষ্টা সফল না হওয়ায় গভীর রাতে তাঁকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
মামলায় বিজিবি বলেছে, গতকাল বেলা ১১টার দিকে ইজিবাইকে শাহাজাদপুর বিওপির সামনের পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তাঁর কাছে কোনো ভারতীয় পাসপোর্ট নেই, অবৈধভাবে বিনা পাসপোর্টে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। তার কাছে ‘ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ’ কার্ডের ফটোকপি পাওয়া যায়। পরে বিজিবি তাঁকে আটক করে।
তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, জহির উদ্দিন বিনা পাসপোর্টে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে দেশে ফিরতে না পেরে একটি ইজিবাইকে চেপে চৌগাছা হয়ে বেনাপোল বন্দরের দিকে যাচ্ছিলেন ভারতে প্রবেশের জন্য। এ সময় শাহাজাদপুর বিওপির সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে ভারতে পুশব্যাকের জন্য বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠকের চেষ্টা করে বিজিবি। এতে সফল না হয়ে অবশেষ দ্যা কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, শাহাজাদপুর বিওপির হাবিলদার কবির হোসেনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

যশোরের চৌগাছায় জহির উদ্দিন (২০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার নারায়ণকাঠি গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহাজাদপুর বিওপি সদস্যরা তাঁকে আটকের পর তাকে পুশব্যাকের জন্য কয়েক দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়। চেষ্টা সফল না হওয়ায় গভীর রাতে তাঁকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
মামলায় বিজিবি বলেছে, গতকাল বেলা ১১টার দিকে ইজিবাইকে শাহাজাদপুর বিওপির সামনের পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তাঁর কাছে কোনো ভারতীয় পাসপোর্ট নেই, অবৈধভাবে বিনা পাসপোর্টে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। তার কাছে ‘ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ’ কার্ডের ফটোকপি পাওয়া যায়। পরে বিজিবি তাঁকে আটক করে।
তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, জহির উদ্দিন বিনা পাসপোর্টে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে দেশে ফিরতে না পেরে একটি ইজিবাইকে চেপে চৌগাছা হয়ে বেনাপোল বন্দরের দিকে যাচ্ছিলেন ভারতে প্রবেশের জন্য। এ সময় শাহাজাদপুর বিওপির সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে ভারতে পুশব্যাকের জন্য বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠকের চেষ্টা করে বিজিবি। এতে সফল না হয়ে অবশেষ দ্যা কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, শাহাজাদপুর বিওপির হাবিলদার কবির হোসেনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪৩ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে