ঝিনাইদহ প্রতিনিধি

এক কিশোরীকে উদ্ধারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন। তাঁরা বাল্যবিবাহের অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধারে এসেছিলেন।
আজ সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়েটির পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পরে আজ দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য কিশোরীটিকে উদ্ধারে ওই গ্রামে যান।
ইমাদুলের বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে ওই কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সদস্যদের মার ঠেকাতে গিয়ে কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন আহত হন বলে জানা গেছে।
আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছিলাম। এ সময় ৬-৭ জন পুরুষ এসে ওই মেয়েকে ছেড়ে দিতে বলেন। হাত না ছাড়ায় আমাকে ও আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারধর শুরু করেন তাঁরা।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘আপনি কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছুই বলতে পারব না।’
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যশোর কোতোয়ালি থানার পুলিশ আমাদের সহযোগিতায় বাকুলিয়া গ্রামে গিয়েছিল এক কিশোরীকে উদ্ধারে। এ সময় তাঁরা হামলার শিকার হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যশোর থানা নেবে।’

এক কিশোরীকে উদ্ধারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন। তাঁরা বাল্যবিবাহের অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধারে এসেছিলেন।
আজ সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়েটির পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পরে আজ দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য কিশোরীটিকে উদ্ধারে ওই গ্রামে যান।
ইমাদুলের বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে ওই কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সদস্যদের মার ঠেকাতে গিয়ে কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন আহত হন বলে জানা গেছে।
আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছিলাম। এ সময় ৬-৭ জন পুরুষ এসে ওই মেয়েকে ছেড়ে দিতে বলেন। হাত না ছাড়ায় আমাকে ও আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারধর শুরু করেন তাঁরা।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘আপনি কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছুই বলতে পারব না।’
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যশোর কোতোয়ালি থানার পুলিশ আমাদের সহযোগিতায় বাকুলিয়া গ্রামে গিয়েছিল এক কিশোরীকে উদ্ধারে। এ সময় তাঁরা হামলার শিকার হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যশোর থানা নেবে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে