মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে প্রাইভেট কার আটকে হামলা চালিয়ে মোবাইল আর্থিক সেবা নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি সাজানো নাটক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে ছিনতাই হওয়া ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে যশোরের পুলিশ সুপারের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, ৫৫ লাখ টাকা নয়, প্রাইভেট কার চালক ইউসুফ আলী সাজুর যোগসাজশে নগদের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নগদের যশোর কার্যালয়ের হিসাবরক্ষক কাজী মমিনুর ইসলাম বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেন। রাতেই পুলিশ টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু ও চাপাতি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নগদের টাকা বহনকারী প্রাইভেট কারের চালক যশোর পোস্ট অফিসপাড়ার ইউসুফ আলী সাজু, ঝিকরগাছা উপজেলার দিগদানা এলাকার রনি গাজী, ইমদাদুল গাজী, নাসিম গাজী, সোহেল রানা, সুজন ইসলাম ও খোষাল নগর এলাকার সাগর হোসেন।
পুলিশ বলছে, গতকাল সকালে নগদের পরিবেশক রবিউল ইসলাম একটি প্রাইভেট কারযোগে যশোর থেকে মনিরামপুরে যাওয়ার সময় কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে পেছনের দিক থেকে দুটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা আসামিরা প্রাইভেট কারের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেল থেকে নেমে প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে। তখন তারা চাপাতি দিয়ে প্রাইভেট কারে অবস্থান করা নগদের পরিবেশককে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ব্যাগভর্তি ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় রবিউল ইসলাম জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে ঘটনা পুলিশকে জানান।
খবর পেয়ে মনিরামপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তখন পুলিশ ঘটনার আগে ও পরের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে ধরা পড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের সূত্র ধরে ঝিকরগাছার খোষালনগর গ্রাম হতে সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর সাগর হোসেন ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও তথ্য দেন। পুলিশ অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপারের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, নগদের টাকা বহনকারী প্রাইভেট কারচালক ইউসুফ আলী সাজুর পরামর্শে সুজন, সাগর, রনি ও সোহেল রানা মোটরসাইকেলযোগে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। আসামিদের দেওয়া তথ্যের সূত্র ধরে ঝিকরগাছা থানার দিগদানা গ্রামের ইমদাদুল গাজীর হেফাজত থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং অপর আসামি সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু ও লুট করা টাকা বহনকারী একটি ব্যাগ জব্দ করা হয়।

যশোরের মনিরামপুরে প্রাইভেট কার আটকে হামলা চালিয়ে মোবাইল আর্থিক সেবা নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি সাজানো নাটক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে ছিনতাই হওয়া ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে যশোরের পুলিশ সুপারের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, ৫৫ লাখ টাকা নয়, প্রাইভেট কার চালক ইউসুফ আলী সাজুর যোগসাজশে নগদের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নগদের যশোর কার্যালয়ের হিসাবরক্ষক কাজী মমিনুর ইসলাম বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেন। রাতেই পুলিশ টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু ও চাপাতি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নগদের টাকা বহনকারী প্রাইভেট কারের চালক যশোর পোস্ট অফিসপাড়ার ইউসুফ আলী সাজু, ঝিকরগাছা উপজেলার দিগদানা এলাকার রনি গাজী, ইমদাদুল গাজী, নাসিম গাজী, সোহেল রানা, সুজন ইসলাম ও খোষাল নগর এলাকার সাগর হোসেন।
পুলিশ বলছে, গতকাল সকালে নগদের পরিবেশক রবিউল ইসলাম একটি প্রাইভেট কারযোগে যশোর থেকে মনিরামপুরে যাওয়ার সময় কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে পেছনের দিক থেকে দুটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা আসামিরা প্রাইভেট কারের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেল থেকে নেমে প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে। তখন তারা চাপাতি দিয়ে প্রাইভেট কারে অবস্থান করা নগদের পরিবেশককে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ব্যাগভর্তি ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় রবিউল ইসলাম জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে ঘটনা পুলিশকে জানান।
খবর পেয়ে মনিরামপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তখন পুলিশ ঘটনার আগে ও পরের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে ধরা পড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের সূত্র ধরে ঝিকরগাছার খোষালনগর গ্রাম হতে সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর সাগর হোসেন ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও তথ্য দেন। পুলিশ অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপারের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, নগদের টাকা বহনকারী প্রাইভেট কারচালক ইউসুফ আলী সাজুর পরামর্শে সুজন, সাগর, রনি ও সোহেল রানা মোটরসাইকেলযোগে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। আসামিদের দেওয়া তথ্যের সূত্র ধরে ঝিকরগাছা থানার দিগদানা গ্রামের ইমদাদুল গাজীর হেফাজত থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং অপর আসামি সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু ও লুট করা টাকা বহনকারী একটি ব্যাগ জব্দ করা হয়।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে