যশোর প্রতিনিধি

যশোরে এক ইজিবাইকচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সেলিম রেজা ডাবলু (৪০)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।
গতকাল রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার চূড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে থেকে ডাবলুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছোট ভাই শাহীন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ডাবলু। পরে রোববার সকালে এক চাচার ফোনে তাঁরা মৃত্যুর খবর পান। স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশকে উপস্থিত পান। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শাহীনের ভাষ্য, ‘‘যদি ছিনতাই হতো, তবে ছিনতাইকারীরা কয়েকটা ছুরিকাঘাত করেই ইজিবাইক নিয়ে চলে যেত। কিন্তু ভাইয়ের মাথা, বুক, পেট, পিঠ ও দুই পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। এটা শুধুই ছিনতাই নয়।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, ভোরে পুলিশ একটি মরদেহ হাসপাতালে নিয়ে আসে। আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে, পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত বের হয়ে এসেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

যশোরে এক ইজিবাইকচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সেলিম রেজা ডাবলু (৪০)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।
গতকাল রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার চূড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে থেকে ডাবলুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছোট ভাই শাহীন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ডাবলু। পরে রোববার সকালে এক চাচার ফোনে তাঁরা মৃত্যুর খবর পান। স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশকে উপস্থিত পান। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শাহীনের ভাষ্য, ‘‘যদি ছিনতাই হতো, তবে ছিনতাইকারীরা কয়েকটা ছুরিকাঘাত করেই ইজিবাইক নিয়ে চলে যেত। কিন্তু ভাইয়ের মাথা, বুক, পেট, পিঠ ও দুই পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। এটা শুধুই ছিনতাই নয়।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, ভোরে পুলিশ একটি মরদেহ হাসপাতালে নিয়ে আসে। আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে, পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত বের হয়ে এসেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে