Ajker Patrika

ঝিকরগাছায় রাস্তার পাশ থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার

­ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৬: ০২
ঝিকরগাছায় রাস্তার পাশ থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার
নিহত সাহেব আলী। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছার মাটিকোমরা গ্রামে রাস্তার পাশ থেকে সাহেব আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ওই গ্রামের মাটিকোমরা-কুল্লা রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সাহেব আলী ওই গ্রামের আব্দুল ওহাব গাজীর ছেলে।

লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিকরগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়রা জানান, সাহেব আলী মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার ভোরে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন সাহেব আলীর লাশ পড়ে আছে। তখন পুলিশকে খবর দেওয়া হয়।

হাজিরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মাটিকোমরা গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান মিন্টু বলেন, সাহেব আলী বেশ কিছুদিন দুশ্চিন্তায় ভুগছিলেন। জায়গা-জমি বিক্রি করে তিনি সিলেট থাকতেন। সপ্তাহখানেক আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গ্রামে চলে আসেন। সাহেব আলী আগেও দুবার স্টক করেছিলেন, তিনি ডায়াবেটিসের রোগী। ধারণা করা হচ্ছে স্টক করে মারা যেতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত