ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ ইসলামপুর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন দাবি করলেও উপজেলা বিএনপি তাঁর পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হোসেন রেজা বাবু। বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছি। ইতিমধ্যে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি।’
হোসেন রেজা বাবু আরও বলেন, ‘নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিজয়ের বিষয়ে শতভাগ আশা করছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।’
বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই জেলা বিএনপি অনুমোদিত কমিটির ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ১৯ জন সহসভাপতির মধ্যে ৫ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাডভোকেট হোসেন রেজা বাবু উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। বিএনপি থেকে পদত্যাগ না করায় এখনো তিনি ওই পদেই আসীন। বিএনপির নেতা হয়ে অন্য একটি দলের প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুর-২ ইসলামপুর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন দাবি করলেও উপজেলা বিএনপি তাঁর পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হোসেন রেজা বাবু। বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছি। ইতিমধ্যে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি।’
হোসেন রেজা বাবু আরও বলেন, ‘নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিজয়ের বিষয়ে শতভাগ আশা করছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।’
বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই জেলা বিএনপি অনুমোদিত কমিটির ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ১৯ জন সহসভাপতির মধ্যে ৫ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাডভোকেট হোসেন রেজা বাবু উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। বিএনপি থেকে পদত্যাগ না করায় এখনো তিনি ওই পদেই আসীন। বিএনপির নেতা হয়ে অন্য একটি দলের প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১০ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে