ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে সৎছেলেসহ তাঁর লোকজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত মজিয়া খাতুন (৬০) ওই গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী।
আটক তিনজন হলেন মোস্তফা (৩০), দানেস আলী (২৫) ও কামরুল (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিয়া খাতুনের তাঁর সতিনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।
মজিয়া খাতুনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমার মা নানার কাছ থেকে ৩২ শতাংশ জমি দানে পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আমার সৎভাই আলাল উদ্দিন ও রফিল উদ্দিন তাঁদের লোকজন নিয়ে মায়ের ওই জমিতে ঘর ওঠায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনের বাকি কাজে বাধা দেয় মা মজিয়া খাতুন। এ সময় আলাল উদ্দিন, রফিল উদ্দিনসহ তাদের লোকজন আমার মায়ের ওপর হামলা করে। একপর্যায়ে মাকে গলাটিপে ধরে তারা। খবর পেয়ে আমি স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’
ইসলামপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেঁজুতি শারমিন সারা বলেন, ‘মজিয়া খাতুন নামের এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালে এনেছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন।’
ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন ও রফিল উদ্দিন আত্মগোপনে চলে যাওয়ায় তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে সৎছেলেসহ তাঁর লোকজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত মজিয়া খাতুন (৬০) ওই গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী।
আটক তিনজন হলেন মোস্তফা (৩০), দানেস আলী (২৫) ও কামরুল (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিয়া খাতুনের তাঁর সতিনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।
মজিয়া খাতুনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমার মা নানার কাছ থেকে ৩২ শতাংশ জমি দানে পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আমার সৎভাই আলাল উদ্দিন ও রফিল উদ্দিন তাঁদের লোকজন নিয়ে মায়ের ওই জমিতে ঘর ওঠায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনের বাকি কাজে বাধা দেয় মা মজিয়া খাতুন। এ সময় আলাল উদ্দিন, রফিল উদ্দিনসহ তাদের লোকজন আমার মায়ের ওপর হামলা করে। একপর্যায়ে মাকে গলাটিপে ধরে তারা। খবর পেয়ে আমি স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’
ইসলামপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেঁজুতি শারমিন সারা বলেন, ‘মজিয়া খাতুন নামের এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালে এনেছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন।’
ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন ও রফিল উদ্দিন আত্মগোপনে চলে যাওয়ায় তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২৬ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে