জামালপুর ও ইসলামপুর প্রতিনিধি

জামালপুরে স্ত্রী হত্যার মামলায় আদালতে মৃত উল্লেখ করা এক আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তরর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ের এসপি মো. কামরুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে মো. ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট কথা-কাটাকাটির জেরে স্ত্রী লাকীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা আ. রহিম বক্স বাদী হয়ে গত ২১ আগস্ট ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্তে শেষে ২০১৩ সালে ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিপক্ষ থেকে ২০১৭ সালের ১০ এপ্রিল আদালতে কিডনি রোগে ওসমান আলীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এলাকায় তাঁর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
পরে পুলিশ দীর্ঘ ৬ বছর ধরে আসামির মৃত্যুর বিষয়ে এলাকা থেকে নানা তথ্য সংগ্রহ করে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তার অবস্থান শনাক্তের পর বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’
আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করা হয়েছে কি না জানতে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

জামালপুরে স্ত্রী হত্যার মামলায় আদালতে মৃত উল্লেখ করা এক আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তরর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ের এসপি মো. কামরুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে মো. ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট কথা-কাটাকাটির জেরে স্ত্রী লাকীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা আ. রহিম বক্স বাদী হয়ে গত ২১ আগস্ট ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্তে শেষে ২০১৩ সালে ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিপক্ষ থেকে ২০১৭ সালের ১০ এপ্রিল আদালতে কিডনি রোগে ওসমান আলীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এলাকায় তাঁর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
পরে পুলিশ দীর্ঘ ৬ বছর ধরে আসামির মৃত্যুর বিষয়ে এলাকা থেকে নানা তথ্য সংগ্রহ করে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তার অবস্থান শনাক্তের পর বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’
আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করা হয়েছে কি না জানতে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে