জামালপুর ও ইসলামপুর প্রতিনিধি

জামালপুরে স্ত্রী হত্যার মামলায় আদালতে মৃত উল্লেখ করা এক আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তরর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ের এসপি মো. কামরুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে মো. ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট কথা-কাটাকাটির জেরে স্ত্রী লাকীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা আ. রহিম বক্স বাদী হয়ে গত ২১ আগস্ট ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্তে শেষে ২০১৩ সালে ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিপক্ষ থেকে ২০১৭ সালের ১০ এপ্রিল আদালতে কিডনি রোগে ওসমান আলীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এলাকায় তাঁর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
পরে পুলিশ দীর্ঘ ৬ বছর ধরে আসামির মৃত্যুর বিষয়ে এলাকা থেকে নানা তথ্য সংগ্রহ করে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তার অবস্থান শনাক্তের পর বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’
আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করা হয়েছে কি না জানতে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

জামালপুরে স্ত্রী হত্যার মামলায় আদালতে মৃত উল্লেখ করা এক আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তরর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ের এসপি মো. কামরুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে মো. ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট কথা-কাটাকাটির জেরে স্ত্রী লাকীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা আ. রহিম বক্স বাদী হয়ে গত ২১ আগস্ট ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্তে শেষে ২০১৩ সালে ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিপক্ষ থেকে ২০১৭ সালের ১০ এপ্রিল আদালতে কিডনি রোগে ওসমান আলীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এলাকায় তাঁর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
পরে পুলিশ দীর্ঘ ৬ বছর ধরে আসামির মৃত্যুর বিষয়ে এলাকা থেকে নানা তথ্য সংগ্রহ করে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তার অবস্থান শনাক্তের পর বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’
আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করা হয়েছে কি না জানতে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে