ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর সঙ্গে খেলতে যাওয়া অন্য শিশুদের চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় পরিবার ও স্থানীয়রা। পরে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের অষ্টমী ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুটির নাম—আনাম মিয়া। সে পৌর শহরের সরদারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ।
মেয়র আব্দুল কাদের সেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে শিশু আনাম প্রতিবেশী আরও তিন শিশুর সঙ্গে বাড়ি থেকে খেলতে বের হয়। খেলাচ্ছলে তারা ব্রহ্মপুত্র নদের শাখা নদের মৌজাজাল্লা গ্রামের অষ্টমী ঘাটে বন্যার পানিতে গোসল করতে নেমে পড়ে। একপর্যায়ে আনাম মিয়া বেশি পানিতে এগিয়ে গেলে ডুবতে শুরু করে। এই দেখে বাকি তিন শিশু চিৎকার ও কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, আনাম মিয়া পানিতে ডুবন্ত অবস্থায় বাঁচার আকুতি করছে। পরে তারা দ্রুত আনাম মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে যাওয়া একটি শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে পথেই শিশুটির মৃত্যু হয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘পানিতে ডুবে আনাম মিয়া নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর সঙ্গে খেলতে যাওয়া অন্য শিশুদের চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় পরিবার ও স্থানীয়রা। পরে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের অষ্টমী ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুটির নাম—আনাম মিয়া। সে পৌর শহরের সরদারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ।
মেয়র আব্দুল কাদের সেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে শিশু আনাম প্রতিবেশী আরও তিন শিশুর সঙ্গে বাড়ি থেকে খেলতে বের হয়। খেলাচ্ছলে তারা ব্রহ্মপুত্র নদের শাখা নদের মৌজাজাল্লা গ্রামের অষ্টমী ঘাটে বন্যার পানিতে গোসল করতে নেমে পড়ে। একপর্যায়ে আনাম মিয়া বেশি পানিতে এগিয়ে গেলে ডুবতে শুরু করে। এই দেখে বাকি তিন শিশু চিৎকার ও কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, আনাম মিয়া পানিতে ডুবন্ত অবস্থায় বাঁচার আকুতি করছে। পরে তারা দ্রুত আনাম মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে যাওয়া একটি শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে পথেই শিশুটির মৃত্যু হয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘পানিতে ডুবে আনাম মিয়া নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৬ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৪১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে