মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ থেকে টানা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম বলেছেন, শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে। জনগণের কল্যাণের চিন্তায় তিনি সব সময় বিভোর থাকেন।
সোমবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জের চরভাটিয়ানী গ্রামে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় চরভাটিয়ানীর বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের সদস্যের মধ্যে আবর্তক তহবিল থেকে বিনা সুদে ৫০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারই জনগণের কল্যাণের কথা চিন্তা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন গ্রামকে মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। গ্রামের মানুষ এখন স্বাবলম্বী হচ্ছে এই প্রকল্পের আওতায়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং জামালপুর জেলা সমবায় কর্মকর্তা মো. তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুবুর রহমান রিপন, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ, বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের পরিচালক মো. হেলাল উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরণ প্রমুখ।
পরে ৮০ জন সদস্যের মধ্যে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৪০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় মাদারগঞ্জ সার্কেলের এএসপি স্বজল কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ থেকে টানা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম বলেছেন, শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে। জনগণের কল্যাণের চিন্তায় তিনি সব সময় বিভোর থাকেন।
সোমবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জের চরভাটিয়ানী গ্রামে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় চরভাটিয়ানীর বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের সদস্যের মধ্যে আবর্তক তহবিল থেকে বিনা সুদে ৫০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারই জনগণের কল্যাণের কথা চিন্তা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন গ্রামকে মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। গ্রামের মানুষ এখন স্বাবলম্বী হচ্ছে এই প্রকল্পের আওতায়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং জামালপুর জেলা সমবায় কর্মকর্তা মো. তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুবুর রহমান রিপন, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ, বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের পরিচালক মো. হেলাল উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরণ প্রমুখ।
পরে ৮০ জন সদস্যের মধ্যে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৪০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় মাদারগঞ্জ সার্কেলের এএসপি স্বজল কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে