ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বঙ্গবন্ধুর খুনি’ বলে আখ্যা দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্যকেও। সে কারণেই বিএনপি খুনির দল হিসেবে পরিচিত।’
আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে ‘শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক’ এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা ওই উঠান বৈঠকে আরও বলেন, বিএনপি-জামায়াত নাশকতার পথে চলছে। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া কিছুই জানে না।
কৃষক লীগের এই নেতা বলেন, বিএনপির কোনো নেতা নেই। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় বসবাস করছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যদি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে মনোনয়ন দেয়, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান। সে কারণেই দেশ ভালোভাবে চলছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বঙ্গবন্ধুর খুনি’ বলে আখ্যা দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্যকেও। সে কারণেই বিএনপি খুনির দল হিসেবে পরিচিত।’
আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে ‘শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক’ এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা ওই উঠান বৈঠকে আরও বলেন, বিএনপি-জামায়াত নাশকতার পথে চলছে। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া কিছুই জানে না।
কৃষক লীগের এই নেতা বলেন, বিএনপির কোনো নেতা নেই। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় বসবাস করছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যদি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে মনোনয়ন দেয়, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান। সে কারণেই দেশ ভালোভাবে চলছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৪ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৮ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১৩ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৬ মিনিট আগে