টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা-সংঘর্ষে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মোল্লাবাড়ী কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়।
এর আগে গত বুধবারের সংঘর্ষে নিহত দীপ্ত সাহাসহ চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান রমজান মুন্সি। পরদিন ঢামেক হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত হয়।
গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে লাশ উত্তোলন শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ইমন তালুকদারের লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। আর রমজান কাজীর লাশ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন।
লাশ দুটি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রমজান কাজী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মুরাদ হোসেন সুরতহাল রিপোর্টে লাশের ডান কাঁধে গুলির চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।
ইমন তালুকদার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সুরতহাল রিপোর্টে লাশের বাম ঊরুতে গুলির চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান জানিয়েছেন, কবর থেকে তিনটি লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার জন্য গতকাল রোববার গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। তাই আজ দুপুরে লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মোল্লাবাড়ী কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীরের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সোহেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুরতহাল রিপোর্টে লাশের বুকে একটি চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।
এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার রাতে গোপালগঞ্জ থানায় পৃথক চারটি মামলা করা হয়। এতে ৫ হাজার ৪০০ অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা-সংঘর্ষে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মোল্লাবাড়ী কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়।
এর আগে গত বুধবারের সংঘর্ষে নিহত দীপ্ত সাহাসহ চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান রমজান মুন্সি। পরদিন ঢামেক হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত হয়।
গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে লাশ উত্তোলন শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ইমন তালুকদারের লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। আর রমজান কাজীর লাশ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন।
লাশ দুটি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রমজান কাজী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মুরাদ হোসেন সুরতহাল রিপোর্টে লাশের ডান কাঁধে গুলির চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।
ইমন তালুকদার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সুরতহাল রিপোর্টে লাশের বাম ঊরুতে গুলির চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান জানিয়েছেন, কবর থেকে তিনটি লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার জন্য গতকাল রোববার গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। তাই আজ দুপুরে লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মোল্লাবাড়ী কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীরের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সোহেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুরতহাল রিপোর্টে লাশের বুকে একটি চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন।
এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার রাতে গোপালগঞ্জ থানায় পৃথক চারটি মামলা করা হয়। এতে ৫ হাজার ৪০০ অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে।

নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়া কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাঁরা হলেন মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ মিনিট আগে
দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। বাসভবন থেকে শুরু করে কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ, এমনকি কারাগার—সবখানে খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন প্রয়াত হওয়ার পর এবার সেই ফাতেমাকে দেখা গেল জাইমা রহমানের সঙ্গে।
১৬ মিনিট আগে
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের জন্য সরকারকে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এর মধ্য আটদিন পেরিয়ে গেছে, বাকি আছে আর মাত্র ২২ দিন। এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
১ ঘণ্টা আগে
‘আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১ ঘণ্টা আগে