Ajker Patrika

শ্রীপুরে ছাত্রদলের মিছিলে সাংবাদিককে হত্যার হুমকি: প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে ছাত্রদলের মিছিলে সাংবাদিককে হত্যার হুমকি: প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন
শ্রীপুরে সাংবাদিকদের বিক্ষোভ, মানববন্ধন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শ্রীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী শ্রীপুর থানা ভবন এলাকায় প্রকাশ্য মিছিলে স্থানীয় সাংবাদিক মোজাহিদকে হত্যার স্লোগান দেন।

ছাত্রদলের সেদিনের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা স্লোগানে বলেন, ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।’

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক এম এম ফারুক, আব্দুল লতিফ মাস্টার, আবুল কালাম আজাদ, ফজলে মমিন আকন্দ, শাহান সাহাবুদ্দিন, ফয়সাল খান, মোতাহার খান, রাতুল মন্ডল, সফিকুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুল হাসান প্রমুখ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

এর আগে গত মঙ্গলবার সকাল-সন্ধ্যা শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলে। সেখানে টাকার বিনিময় লোকজনকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ছবি তোলার সুযোগ করে দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। সাংবাদিক মোজাহিদ এ ঘটনার ভিডিও প্রকাশ করেন নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। তাতে ক্ষুব্ধ হন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বৃহস্পতিবার রাতে শ্রীপুরে মিছিল করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত