টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
এর আগে মাওলানা যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নানের কাছ থেকে ময়দান বুঝে নেন গাজীপুরের ডিসি।
সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আজ বিকেলে আমাদের মুরব্বিরা ময়দান বুঝে নিয়েছেন। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন। ময়দানে এখনো পরিচ্ছন্নতার কাজ করছে গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।’
সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ময়দানে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে। তা ছাড়া আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে। আমাদের কোনোবারই প্রথম ধাপের ইজতেমা আয়োজন করতে দেওয়া হচ্ছে না। আমরা এটির সমাধান চাই।’
মোহাম্মদ আব্দুস সালাম শীর্ষ মুরব্বি মাওলানা সাদ প্রসঙ্গে বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করেছি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সরকার উদ্যোগ নিলে মাওলানা সাদ দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ড. রেজাউল করিম, প্রকৌশলী শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, হাজী মনির, শাহেদ সুলেমান প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মো. আব্দুল হান্নান বলেন, ‘সিটি করপোরেশনের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। আগামী বৃহস্পতিবারের আগেই ইজতেমা ময়দানের সব বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে।’
জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজক কমিটির (সাদপন্থী) প্রতিনিধির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব। তা ছাড়া ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করতে অন্যান্য দপ্তরের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’

গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
এর আগে মাওলানা যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নানের কাছ থেকে ময়দান বুঝে নেন গাজীপুরের ডিসি।
সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আজ বিকেলে আমাদের মুরব্বিরা ময়দান বুঝে নিয়েছেন। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন। ময়দানে এখনো পরিচ্ছন্নতার কাজ করছে গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।’
সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ময়দানে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে। তা ছাড়া আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে। আমাদের কোনোবারই প্রথম ধাপের ইজতেমা আয়োজন করতে দেওয়া হচ্ছে না। আমরা এটির সমাধান চাই।’
মোহাম্মদ আব্দুস সালাম শীর্ষ মুরব্বি মাওলানা সাদ প্রসঙ্গে বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করেছি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সরকার উদ্যোগ নিলে মাওলানা সাদ দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ড. রেজাউল করিম, প্রকৌশলী শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, হাজী মনির, শাহেদ সুলেমান প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মো. আব্দুল হান্নান বলেন, ‘সিটি করপোরেশনের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। আগামী বৃহস্পতিবারের আগেই ইজতেমা ময়দানের সব বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে।’
জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজক কমিটির (সাদপন্থী) প্রতিনিধির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব। তা ছাড়া ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করতে অন্যান্য দপ্তরের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে