টঙ্গী ও গাজীপুর প্রতিনিধি

ময়মনসিংহ শহরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ঢাকা–ময়মনসিংহ রুটে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকালে হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে লোকাল বাস সার্ভিসগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়।
সরেজমিনে দেখা যায়, সমাবেশের আগ থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল করছে না। এতে টঙ্গী থেকে গাজীপুরের শ্রীপুর থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে কেউ হেঁটে, লেগুনায়, রিকশায় রওনা দিয়েছেন। সকালে টঙ্গী থেকে জনসাধারণকে হেঁটে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। টঙ্গীর আবদুল্লাহপুর থেকে চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রীদের বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
গাজীপুরের শ্রীপুর এলাকার একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে চাকরি করেন মাইকেল চন্দ্র লাল। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মাইকেল চন্দ্র বলেন, ‘প্রতিদিন আবদুল্লাহপুর থেকে ময়মনসিংহগামী বিভিন্ন বাসে নিজের কর্মস্থলে যাই। আজ দূরপাল্লার যানবাহন বন্ধ থাকার কারণে মালবাহী ট্রাকে চড়ে রওনা দিচ্ছি।’
মোজাম্মেল হোসেন সোহাগ নামে আরেক যাত্রী বলেন, ‘ঢাকায় যেতে সকাল থেকেই টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ছিলাম। সড়কে থাকা বাসগুলোতে ভিড়, উঠতে পারিনি। পরে হেঁটে স্টেশন রোড পর্যন্ত পৌঁছে অনলাইন রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার পাই। এরপর সেটিতে করে ঢাকায় রওনা দিচ্ছি।’
ময়মনসিংহ জেলা থেকে টঙ্গীতে এসেছিলেন এক দম্পতি। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে–মেয়ে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে বাস না থাকায় অ্যাম্বুলেন্সে করে তাঁরা টঙ্গীতে পৌঁছান। এ পর্যন্ত আসতে তাঁদের প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে টঙ্গী বিএনপির নেতা-কর্মীরা বলেন, ময়মনসিংহ নগরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানাতে দুপুরে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। তবে যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার বলেন, ‘ঢাকা থেকে ময়মনসিংহ বা ময়মনসিংহ থেকে ঢাকাগামী সকল ধরনের যানবাহন চলাচল ভোর থেকে বন্ধ রয়েছে। শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন না এবং মালিকপক্ষ শ্রমিকদের গাড়ি চালাতে দিচ্ছেন না। এ কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
হঠাৎ কী কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণের সহকারী কমিশনার মো. ফয়জুল রহমান বলেন, ‘দূরপাল্লার যান চলাচল করছে না। তবে গাজীপুর থেকে ঢাকাগামী বাস চলতে দেখা যায়। সড়কে অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ট্রাফিক মো. আলমগীর হোসেন বলেন, ‘শনিবার ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্থানে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ময়মনসিংহে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে ময়মনসিংহ এলাকার পরিবহন মালিক ও শ্রমিকগণ যান চলাচল বন্ধ রেখেছেন বলে শুনেছি।’

ময়মনসিংহ শহরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ঢাকা–ময়মনসিংহ রুটে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকালে হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে লোকাল বাস সার্ভিসগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়।
সরেজমিনে দেখা যায়, সমাবেশের আগ থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল করছে না। এতে টঙ্গী থেকে গাজীপুরের শ্রীপুর থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে কেউ হেঁটে, লেগুনায়, রিকশায় রওনা দিয়েছেন। সকালে টঙ্গী থেকে জনসাধারণকে হেঁটে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। টঙ্গীর আবদুল্লাহপুর থেকে চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রীদের বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
গাজীপুরের শ্রীপুর এলাকার একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে চাকরি করেন মাইকেল চন্দ্র লাল। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মাইকেল চন্দ্র বলেন, ‘প্রতিদিন আবদুল্লাহপুর থেকে ময়মনসিংহগামী বিভিন্ন বাসে নিজের কর্মস্থলে যাই। আজ দূরপাল্লার যানবাহন বন্ধ থাকার কারণে মালবাহী ট্রাকে চড়ে রওনা দিচ্ছি।’
মোজাম্মেল হোসেন সোহাগ নামে আরেক যাত্রী বলেন, ‘ঢাকায় যেতে সকাল থেকেই টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ছিলাম। সড়কে থাকা বাসগুলোতে ভিড়, উঠতে পারিনি। পরে হেঁটে স্টেশন রোড পর্যন্ত পৌঁছে অনলাইন রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার পাই। এরপর সেটিতে করে ঢাকায় রওনা দিচ্ছি।’
ময়মনসিংহ জেলা থেকে টঙ্গীতে এসেছিলেন এক দম্পতি। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে–মেয়ে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে বাস না থাকায় অ্যাম্বুলেন্সে করে তাঁরা টঙ্গীতে পৌঁছান। এ পর্যন্ত আসতে তাঁদের প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে টঙ্গী বিএনপির নেতা-কর্মীরা বলেন, ময়মনসিংহ নগরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানাতে দুপুরে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। তবে যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার বলেন, ‘ঢাকা থেকে ময়মনসিংহ বা ময়মনসিংহ থেকে ঢাকাগামী সকল ধরনের যানবাহন চলাচল ভোর থেকে বন্ধ রয়েছে। শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন না এবং মালিকপক্ষ শ্রমিকদের গাড়ি চালাতে দিচ্ছেন না। এ কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
হঠাৎ কী কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণের সহকারী কমিশনার মো. ফয়জুল রহমান বলেন, ‘দূরপাল্লার যান চলাচল করছে না। তবে গাজীপুর থেকে ঢাকাগামী বাস চলতে দেখা যায়। সড়কে অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ট্রাফিক মো. আলমগীর হোসেন বলেন, ‘শনিবার ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্থানে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ময়মনসিংহে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে ময়মনসিংহ এলাকার পরিবহন মালিক ও শ্রমিকগণ যান চলাচল বন্ধ রেখেছেন বলে শুনেছি।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে