ফেনী প্রতিনিধি

ফেনীতে আল্লাহর ৯৯ নাম সংবলিত ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের মিজান রোডের মাথায় সোনালী ব্যাংকের সামনে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। এ সময় ওই স্থানের নামকরণ করা হয় শান্তি চত্বর।
ভাস্কর্যের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করেন নিজাম হাজারী। তিনি বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক কিরাত সম্মেলন হয়। সেই ময়দানের সামনে আল্লাহর নাম সংবলিত এ শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের জন্য এসব আবেগের। এমন ভাস্কর্য পৃথিবীর কোথাও নেই। এই প্রথম ফেনীতে এটি স্থাপন করা হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী। আমরা শান্তিতে থাকতে চাই।’
এদিকে ভাস্কর্যটি উদ্বোধনের সময় উপস্থিত মাদ্রাসার শত শত শিক্ষক-ছাত্র ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে থাকেন। স্লোগান প্রসঙ্গে আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি একটি ধর্মীয় স্লোগান। তাই যেকোনো ধর্মীয় কাজে এই স্লোগান ব্যবহার করা যাবে। তবে জামায়াতে ইসলামী এই স্লোগান ব্যবহার করে বিতর্কের সৃষ্টি করেছে।’
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসুল (সা.)-এর নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
পৌরসভা সূত্র জানায়, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দুই মাসে এর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভাস্কর্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে।

ফেনীতে আল্লাহর ৯৯ নাম সংবলিত ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের মিজান রোডের মাথায় সোনালী ব্যাংকের সামনে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। এ সময় ওই স্থানের নামকরণ করা হয় শান্তি চত্বর।
ভাস্কর্যের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করেন নিজাম হাজারী। তিনি বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক কিরাত সম্মেলন হয়। সেই ময়দানের সামনে আল্লাহর নাম সংবলিত এ শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের জন্য এসব আবেগের। এমন ভাস্কর্য পৃথিবীর কোথাও নেই। এই প্রথম ফেনীতে এটি স্থাপন করা হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী। আমরা শান্তিতে থাকতে চাই।’
এদিকে ভাস্কর্যটি উদ্বোধনের সময় উপস্থিত মাদ্রাসার শত শত শিক্ষক-ছাত্র ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে থাকেন। স্লোগান প্রসঙ্গে আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি একটি ধর্মীয় স্লোগান। তাই যেকোনো ধর্মীয় কাজে এই স্লোগান ব্যবহার করা যাবে। তবে জামায়াতে ইসলামী এই স্লোগান ব্যবহার করে বিতর্কের সৃষ্টি করেছে।’
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসুল (সা.)-এর নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
পৌরসভা সূত্র জানায়, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দুই মাসে এর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভাস্কর্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে