ফেনী প্রতিনিধি

ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমাস উদ্দিন নয়নকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আলমাস উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।’
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার আলমাস উদ্দিনের বাড়ি সদর উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামে। তিনি স্থানীয় এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। পরবর্তীতে এই বিষয় ওই ছাত্রী পরিবারকে জানায়। এতে আলমাস ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবেন বলে হুমকি দেন।
২০১৯ সালের ৯ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে আলমাস ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই সময় ফেনী মডেল থানায় আলমাসসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানা-পুলিশ ২০১৯ সালের ১৫ মার্চ ঢাকা মহানগর থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার আসামি আলমাস তিন মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।
আদালত পুলিশের প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৩ মার্চ আসামি আলমাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ফেনীর র্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমাস উদ্দিন নয়নকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আলমাস উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।’
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার আলমাস উদ্দিনের বাড়ি সদর উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামে। তিনি স্থানীয় এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। পরবর্তীতে এই বিষয় ওই ছাত্রী পরিবারকে জানায়। এতে আলমাস ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবেন বলে হুমকি দেন।
২০১৯ সালের ৯ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে আলমাস ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই সময় ফেনী মডেল থানায় আলমাসসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানা-পুলিশ ২০১৯ সালের ১৫ মার্চ ঢাকা মহানগর থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার আসামি আলমাস তিন মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।
আদালত পুলিশের প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৩ মার্চ আসামি আলমাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ফেনীর র্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ময়মনসিংহে আরও ১১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দুদিনের যাচাই-বাছাইয়ে জেলার সাতটি আসনে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হলো বলে জানা গেছে। জেলার ১১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯৪ জন।
৩ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে সুরাইয়া খাতুন নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে পৌর সদরের বেত্রবতী হাইস্কুলের সামনে কলারোয়া-সরসকাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২৯ মিনিট আগে