ফেনী প্রতিনিধি

ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমাস উদ্দিন নয়নকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আলমাস উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।’
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার আলমাস উদ্দিনের বাড়ি সদর উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামে। তিনি স্থানীয় এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। পরবর্তীতে এই বিষয় ওই ছাত্রী পরিবারকে জানায়। এতে আলমাস ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবেন বলে হুমকি দেন।
২০১৯ সালের ৯ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে আলমাস ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই সময় ফেনী মডেল থানায় আলমাসসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানা-পুলিশ ২০১৯ সালের ১৫ মার্চ ঢাকা মহানগর থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার আসামি আলমাস তিন মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।
আদালত পুলিশের প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৩ মার্চ আসামি আলমাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ফেনীর র্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমাস উদ্দিন নয়নকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আলমাস উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।’
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার আলমাস উদ্দিনের বাড়ি সদর উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামে। তিনি স্থানীয় এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। পরবর্তীতে এই বিষয় ওই ছাত্রী পরিবারকে জানায়। এতে আলমাস ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবেন বলে হুমকি দেন।
২০১৯ সালের ৯ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে আলমাস ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই সময় ফেনী মডেল থানায় আলমাসসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানা-পুলিশ ২০১৯ সালের ১৫ মার্চ ঢাকা মহানগর থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার আসামি আলমাস তিন মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।
আদালত পুলিশের প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৩ মার্চ আসামি আলমাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ফেনীর র্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে