পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামের কৃষক মেজবাহ উদ্দিনকে (৪৭) তিন দিন আগে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বেলা ১১টার দিকে ওই এলাকার ভারতের কাঁটাতারের ১০০ গজ ভেতরে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারনা করা হচ্ছে মরদেহটি মেজবাহ উদ্দিনের। তিনি পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কৃষক। এদিকে বিজিবি বলছে, মরদেহটি নিখোঁজ হওয়া ওই ব্যাক্তির কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার বিকেলে উপজেলার বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অংশে ধান কাটাছিলেন মেজবাহ উদ্দিন। এ সময় বিএসএফ ওই এলাকায় চোরাকারবারি ধাওয়া করতে গিয়ে বাংলাদেশের অংশে প্রবেশ করে এবং মেজবাহ উদ্দিনকে পেয়ে আটক করে নিয়ে যায়। এরপর তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি ওই দিনই স্থানীয় বিজিবি ও পুলিশ প্রশাসনকে জানায়। পরদিন সোমবার বেলা ১১ টা, দুপুর ২টা এবং বিকেল সাড়ে ৫টার দিকে পর পর তিনবার বিজিবি বিএসএফের সঙ্গে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক করেন। কিন্তু মেজবাহ উদ্দিনকে ধরে নেওয়ার বিষয়টি বিএসএফ অস্বীকার করেছে। আজ বেলা ১১টার দিকে গ্রামবাসী উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় ভারতের কাটা তারের ৬৪ নম্বর পিলারের একশ গজ ভেতরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।
মেজবাহ উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার জানান, গত রোববার বিকেলে বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে মেজবার উ্দ্দিনকে ধরে নিয়ে যায়। পরে হয়তো গুলি করে হত্যা করে তার মরদেহ কাটাতারের একশ গজ ভেতরের জঙ্গলে ফেলে গেছে।
গুথুমা বিজিবি ক্যাম্পের হাবিলদার নজরুল ইসলাম জানান, ‘বাশপদুয়া সীমান্তে ভারতের কাটাতারের ১০০ গজ ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। তবে ওই লাশের পরিচয় এখনো জানা যায়নি। তিনদিন আগে বাংলাদেশী এক যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তার পরিবার দাবি করছেন। নিখোঁজ হওয়া ওই ব্যাক্তির লাশ কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ নিয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে ভারতের বিএসএফ এক জনকে ধরে নিয়ে গেছে। আজ বুধবার সকালে একটি লাশ পরে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।
এটি যেহেতু ভারতীয় সীমান্তবর্তী এলাকা তাই বিজিবি এই লাশ উদ্বার করবে।’

ফেনীর পরশুরামের কৃষক মেজবাহ উদ্দিনকে (৪৭) তিন দিন আগে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বেলা ১১টার দিকে ওই এলাকার ভারতের কাঁটাতারের ১০০ গজ ভেতরে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারনা করা হচ্ছে মরদেহটি মেজবাহ উদ্দিনের। তিনি পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কৃষক। এদিকে বিজিবি বলছে, মরদেহটি নিখোঁজ হওয়া ওই ব্যাক্তির কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার বিকেলে উপজেলার বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অংশে ধান কাটাছিলেন মেজবাহ উদ্দিন। এ সময় বিএসএফ ওই এলাকায় চোরাকারবারি ধাওয়া করতে গিয়ে বাংলাদেশের অংশে প্রবেশ করে এবং মেজবাহ উদ্দিনকে পেয়ে আটক করে নিয়ে যায়। এরপর তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি ওই দিনই স্থানীয় বিজিবি ও পুলিশ প্রশাসনকে জানায়। পরদিন সোমবার বেলা ১১ টা, দুপুর ২টা এবং বিকেল সাড়ে ৫টার দিকে পর পর তিনবার বিজিবি বিএসএফের সঙ্গে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক করেন। কিন্তু মেজবাহ উদ্দিনকে ধরে নেওয়ার বিষয়টি বিএসএফ অস্বীকার করেছে। আজ বেলা ১১টার দিকে গ্রামবাসী উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় ভারতের কাটা তারের ৬৪ নম্বর পিলারের একশ গজ ভেতরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।
মেজবাহ উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার জানান, গত রোববার বিকেলে বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে মেজবার উ্দ্দিনকে ধরে নিয়ে যায়। পরে হয়তো গুলি করে হত্যা করে তার মরদেহ কাটাতারের একশ গজ ভেতরের জঙ্গলে ফেলে গেছে।
গুথুমা বিজিবি ক্যাম্পের হাবিলদার নজরুল ইসলাম জানান, ‘বাশপদুয়া সীমান্তে ভারতের কাটাতারের ১০০ গজ ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। তবে ওই লাশের পরিচয় এখনো জানা যায়নি। তিনদিন আগে বাংলাদেশী এক যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তার পরিবার দাবি করছেন। নিখোঁজ হওয়া ওই ব্যাক্তির লাশ কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ নিয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে ভারতের বিএসএফ এক জনকে ধরে নিয়ে গেছে। আজ বুধবার সকালে একটি লাশ পরে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।
এটি যেহেতু ভারতীয় সীমান্তবর্তী এলাকা তাই বিজিবি এই লাশ উদ্বার করবে।’

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২৫ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
২ ঘণ্টা আগে