
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জনমত গঠন এবং শহীদ ওসমান হাদির স্মরণে ফেনীতে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল-ফররুখ পরিষদ ফেনী জেলা শাখা।
অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করেন চট্টগ্রামের কাওয়ালি শিল্পীগোষ্ঠী ধ্রুবতারা ও সাফিনা। এ ছাড়া ফেনীর কাঁশফুল একাডেমিসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পুরো আয়োজনে আবৃত্তি, নাট্য প্রদর্শনী, বিপ্লবী গান ও কাওয়ালির পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী সৈয়দ আশরাফুল হক আরমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল-ফররুখ পরিষদের উপদেষ্টা ও জামায়াত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতে আমির মুফতি আবদুল হান্নান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনীর আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ অন্যরা।

নজরুল-ফররুখ পরিষদ ফেনী জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জুবায়ের আল মুজাহিদ বলেন, ‘গণভোটে হ্যাঁর পক্ষে জনমত তৈরি এবং জুলাই আন্দোলনের অগ্রসেনানী শহীদ ওসমান হাদির স্মরণে এই আয়োজন করা হয়েছে।’ তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘ইসলামী সংগীত তথা কাওয়ালি আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। দীর্ঘদিন ধরে এ সংস্কৃতি থেকে তরুণদের দূরে রাখা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা আবারও সুষ্ঠু বিনোদন ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পারবে।’ ভারতের আধিপত্যবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শহীদ ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে। আমরা শান্তিপূর্ণ প্রতিবেশীকে মেনে নেব, তবে কেউ যদি আমাদের ওপর দাদাগিরি চাপিয়ে দিতে চায়, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তা মেনে নেওয়া হবে না।’

বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যেই প্রতীকেই ভোট দেন না কেন—দাঁড়িপাল্লা, শাপলা কলি, রিকশা কিংবা ধানের শীষ—গণভোটের ব্যালটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে একটি সিল দেবেন। বাংলাদেশের ভবিষ্যৎ, দীর্ঘমেয়াদি সংস্কার এবং টেকসই সুফলের জন্য আমরা সবাই গণভোটে হ্যাঁ ভোট দেব, ইনশা আল্লাহ।
৭ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সেনাদের সমাধিসৌধ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিহত সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
৪১ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা-খানজাহান আলী একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশে রকিবুল ইসলাম বকুলকে আগামী ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় খুলনা যুগ্ম জেলা ও দায়রা জজ
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া পৌরসভা এলাকায় বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের ধানের শীষের ব্যানার ও ফেস্টুন টাঙাতে গিয়ে জামায়াতের কর্মী-সমর্থকদের হামলায় দুই বিএনপিকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে