ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ পাচার মামলার আসামি। তিনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী। নবনির্বাচিত এই চেয়ারম্যান বর্তমানে এই মামলায় কারাগারে রয়েছেন।
তিনি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩২ হাজার ৩১৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট।
গতকাল বুধবার রাত ১২টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।
নির্বাচনের আগের দিন মঙ্গলবার ২ হাজার কোটি টাকা পাচার মামলায় তাঁকে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই দিন তিনি আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মনির উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪০৯ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মাসুদা বেগম ৫৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম একমাত্র প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৫৯৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ জানান, এ উপজেলায় ৪ লক্ষাধিক ভোটের মধ্যে ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ পাচার মামলার আসামি। তিনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী। নবনির্বাচিত এই চেয়ারম্যান বর্তমানে এই মামলায় কারাগারে রয়েছেন।
তিনি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩২ হাজার ৩১৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট।
গতকাল বুধবার রাত ১২টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।
নির্বাচনের আগের দিন মঙ্গলবার ২ হাজার কোটি টাকা পাচার মামলায় তাঁকে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই দিন তিনি আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মনির উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪০৯ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মাসুদা বেগম ৫৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম একমাত্র প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৫৯৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ জানান, এ উপজেলায় ৪ লক্ষাধিক ভোটের মধ্যে ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে