গাজীপুর মহানগরীর পুবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে বাসের চাপায় হাবিবুর রহমান হাবিব (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
হাবিবুর রহমান হাবিব জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রির চর ব্যাপারীপাড়ার সাইদুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পুবাইল ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছিলেন হাবিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব সকালে মোটরসাইকেলে চড়ে বাসা থেকে পুবাইলের মীরের বাজারের দিকে যাওয়ার পথে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে হাবিব সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই হাবিব মারা যান। এ সময় চালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে পুবাইল থানার করমতলা ক্রিসেন্ট কেমিক্যাল ফ্যাক্টরি সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান হাবিব রাস্তায় পড়ে যান। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে