Ajker Patrika

ডেমরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বোনকে ধর্ষণের অভিযোগ, ভাই কারাগারে

শ্যামপুর–কদমতলী (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৪, ১৯: ০০
ডেমরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বোনকে ধর্ষণের অভিযোগ, ভাই কারাগারে

রাজধানীর ডেমরায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক মেয়েকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ডেমরা থানায় মামলা করেছেন। 

গতকাল রাতেই পুলিশ আসামিকে (২১) গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনা শোনার সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত ওই লম্পটকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এদিকে গতকাল বুধবার রাতেই মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ। 

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ঢাকার বাড্ডায় নানার বাড়ি থেকে এইচএসসি পাস করেছে মেয়েটি। ১ জুন ডেমরায় মা ও ভাই-বোনের সঙ্গে স্থায়ীভাবে থাকতে আসেন ভুক্তভোগী। বাবা কুমিল্লায় একটি হাসপাতালে চাকরি করেন। গত বুধবার (২০ জুন) ভোরে মা ও ছোট বোন কুমিল্লায় গ্রামের বাড়িতে যায়।

ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘হাত-পা বেঁধে’ ঘরে আটকে রেখে ‘দা-বঁটির ভয় দেখিয়ে’ মেয়েটিকে ধর্ষণ করেন ভাই। পরে মেয়েটির কাছ থেকে ফোন পেয়ে তাঁর মা কুমিল্লা থেকে ঢাকায় আসেন। এরপর এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত