নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দিনের সংঘর্ষের পর ছাত্র-ব্যবসায়ী দুই পক্ষই রাস্তা ছেড়ে গেলেও এখনো থমথমে অবস্থা পুরো নিউমার্কেট এলাকায়। আজ বুধবার সকালেও নিউমার্কেটের কোনো দোকানপাট খোলেনি।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যান। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরাও ফিরে যান। তবে দুই পক্ষ সরে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ ও নিউমার্কেটের মাঝামাঝি স্থানে জলকামান ও সাঁজোয়া যানসহ অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। এ সময় ঢাকা কলেজ ও নিউমার্কেটের মূল ফটক বন্ধ থাকলেও ফটকের ভেতরে দুই পক্ষকেই জটলা পাকাতে দেখা গেছে।
এদিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল একেবারেই সীমিত। কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও এই রাস্তায় বাস একেবারেই চলছে না।
পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট আছি। আশা করব ব্যবসায়ী, শিক্ষার্থীরাও পেশাদার ও সহনশীল আচরণ করবেন।’
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল পুলিশ। এই সংঘর্ষে নাহিদ হাসান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।
এই সম্পর্কিত পড়ুন:

দুই দিনের সংঘর্ষের পর ছাত্র-ব্যবসায়ী দুই পক্ষই রাস্তা ছেড়ে গেলেও এখনো থমথমে অবস্থা পুরো নিউমার্কেট এলাকায়। আজ বুধবার সকালেও নিউমার্কেটের কোনো দোকানপাট খোলেনি।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যান। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরাও ফিরে যান। তবে দুই পক্ষ সরে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ ও নিউমার্কেটের মাঝামাঝি স্থানে জলকামান ও সাঁজোয়া যানসহ অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। এ সময় ঢাকা কলেজ ও নিউমার্কেটের মূল ফটক বন্ধ থাকলেও ফটকের ভেতরে দুই পক্ষকেই জটলা পাকাতে দেখা গেছে।
এদিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল একেবারেই সীমিত। কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও এই রাস্তায় বাস একেবারেই চলছে না।
পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট আছি। আশা করব ব্যবসায়ী, শিক্ষার্থীরাও পেশাদার ও সহনশীল আচরণ করবেন।’
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল পুলিশ। এই সংঘর্ষে নাহিদ হাসান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।
এই সম্পর্কিত পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩১ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৫ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে