সাভার (ঢাকা) প্রতিনিধি

মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আজ বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন ফারুক ই আজম। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকের বলেন, ‘মন্ত্রণালয় পুনর্গঠনের জন্য আমরা বসব। সবাইকে বসে পরিকল্পনা করে এটা করতে হবে। বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আমরা এটাকে দেখব বিভিন্ন পর্যায় থেকে।’
মুক্তিযুদ্ধ উপদেষ্টা আরও বলেন, ‘সবচেয়ে ইমপর্টেন্ট বিষয় হচ্ছে, কোটা আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ-সংকটে পড়ছেন। একটা সুবিধাবাদী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিত্রিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেহেতু এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাঁদের বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যাঁরা আছেন, তাঁদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।’
ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে পদক্ষেপের ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের তালিকা নিয়েও মন্ত্রণালয়ের সবাই বসে আমরা পরিকল্পনা গ্রহণ করব। সকলে বসে একটা সিদ্ধান্তে যাব কী কী করতে হবে। আপনারা সবই জানতে পারবেন। সত্যিকার অর্থে অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে। সবাই আমরা ভাবি। পরিকল্পনা ও বাস্তবায়নও যা হবে, সবার সামনে হবে। তবে সংস্কার হবে এবং ড্রাস্টিক (কঠোর) সংস্কার।’
ফারুক ই আজম আরও বলেন, ‘আমরা তো নানা বিষয়েই অনেক ফ্যান্টাসি গল্প তৈরি করেছি। আড়াল থেকে সামনে এনে সত্যিটা আমরা সবার সামনে উপস্থাপন করব। আশা করি, তাতেই আজকে যে এখানে শহীদদের স্মরণে পুষ্পমাল্য দিলাম, তাঁদের আত্মা শান্তি পাবে।’

মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আজ বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন ফারুক ই আজম। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকের বলেন, ‘মন্ত্রণালয় পুনর্গঠনের জন্য আমরা বসব। সবাইকে বসে পরিকল্পনা করে এটা করতে হবে। বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আমরা এটাকে দেখব বিভিন্ন পর্যায় থেকে।’
মুক্তিযুদ্ধ উপদেষ্টা আরও বলেন, ‘সবচেয়ে ইমপর্টেন্ট বিষয় হচ্ছে, কোটা আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ-সংকটে পড়ছেন। একটা সুবিধাবাদী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিত্রিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেহেতু এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাঁদের বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যাঁরা আছেন, তাঁদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।’
ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে পদক্ষেপের ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের তালিকা নিয়েও মন্ত্রণালয়ের সবাই বসে আমরা পরিকল্পনা গ্রহণ করব। সকলে বসে একটা সিদ্ধান্তে যাব কী কী করতে হবে। আপনারা সবই জানতে পারবেন। সত্যিকার অর্থে অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে। সবাই আমরা ভাবি। পরিকল্পনা ও বাস্তবায়নও যা হবে, সবার সামনে হবে। তবে সংস্কার হবে এবং ড্রাস্টিক (কঠোর) সংস্কার।’
ফারুক ই আজম আরও বলেন, ‘আমরা তো নানা বিষয়েই অনেক ফ্যান্টাসি গল্প তৈরি করেছি। আড়াল থেকে সামনে এনে সত্যিটা আমরা সবার সামনে উপস্থাপন করব। আশা করি, তাতেই আজকে যে এখানে শহীদদের স্মরণে পুষ্পমাল্য দিলাম, তাঁদের আত্মা শান্তি পাবে।’

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১৮ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
২৪ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে