আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীতে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় গতকাল শুক্রবার ভোরে গাড়িচালক সোহেল মিয়ার (৪৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী শারমিন আক্তারের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলেছে, সোহেলকে খুন করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে তাঁর লাশ ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়।
পুলিশ ও স্বজনেরা জানান, সোহেল নিজের গাড়ি চালাতেন। গত বৃহস্পতিবার সবুজবাগের উত্তর বাসাবো ঝিলপাড় গ্যারেজে গাড়ি মেরামত করতে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে সোহেলের স্ত্রী শারমিন গ্যারেজে গিয়ে স্বামীর খোঁজ করলে গ্যারেজের মালিক রুবেল হোসেন বলেন, তাঁকে গাড়ির যন্ত্রাংশ আনতে পাঠানো হয়েছিল। তিনি আর ফেরেননি। তাঁর স্ত্রী বারবার ফোন করলেও তাঁকে পাননি। পরে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শারমিন।
যাত্রাবাড়ী থানার এসআই আমির হোসেন বলেন, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল ভোর ৬টার দিকে দোলাইরপাড় ফ্লাইওভার এলাকা থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মাথার বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, নিহত সোহেলের স্ত্রী শারমিন জিডি করার পর পুলিশ প্রাথমিক তদন্তে গিয়ে গ্যারেজের ভেতর রক্তের দাগ দেখে। সন্দেহ হলে গ্যারেজ মালিক রুবেল ও তাঁর দুই কর্মচারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

রাজধানীতে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় গতকাল শুক্রবার ভোরে গাড়িচালক সোহেল মিয়ার (৪৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী শারমিন আক্তারের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলেছে, সোহেলকে খুন করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে তাঁর লাশ ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়।
পুলিশ ও স্বজনেরা জানান, সোহেল নিজের গাড়ি চালাতেন। গত বৃহস্পতিবার সবুজবাগের উত্তর বাসাবো ঝিলপাড় গ্যারেজে গাড়ি মেরামত করতে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে সোহেলের স্ত্রী শারমিন গ্যারেজে গিয়ে স্বামীর খোঁজ করলে গ্যারেজের মালিক রুবেল হোসেন বলেন, তাঁকে গাড়ির যন্ত্রাংশ আনতে পাঠানো হয়েছিল। তিনি আর ফেরেননি। তাঁর স্ত্রী বারবার ফোন করলেও তাঁকে পাননি। পরে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শারমিন।
যাত্রাবাড়ী থানার এসআই আমির হোসেন বলেন, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল ভোর ৬টার দিকে দোলাইরপাড় ফ্লাইওভার এলাকা থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মাথার বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, নিহত সোহেলের স্ত্রী শারমিন জিডি করার পর পুলিশ প্রাথমিক তদন্তে গিয়ে গ্যারেজের ভেতর রক্তের দাগ দেখে। সন্দেহ হলে গ্যারেজ মালিক রুবেল ও তাঁর দুই কর্মচারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৩ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে