নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে পুলিশ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শাওন প্রধান (২৩) ছাত্রদল নাকি যুবদল কর্মী তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, যুবদল নেতা সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে একটি মিছিলের সামনের সারিতে রয়েছেন শাওন।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন শাওন। এরপর পুলিশি বাধা ও পরবর্তীতে সংঘর্ষ শুরু হলে সেখানে গুলিবিদ্ধ হন শাওন। নেতাকর্মীরা দ্রুত তাঁকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
শাওন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহেব আলীর ছেলে। এ ছাড়া ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান শওকত আলী নিজেই।
ফতুল্লা আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘শাওন আমার চাচাতো ভাই সাহেবের ছেলে। সে কোনো দলের পদ পদবিতে ছিল না। রাজনীতিতেও তেমন সক্রিয় ছিল না। এখন যদি ভেতরে-ভেতরে কোনো দলকে সমর্থন করে সেটা তো আমি বলতে পারব না। কীভাবে বা কার সঙ্গে নারায়ণগঞ্জ শহরে গেল আমি সেই খোঁজ নিচ্ছি। আমার জানা মতে, তার বিএনপি করার কথা না। আমি এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
শাওনের মামা এসএম বাবুল হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাগনে কোনো পদ পদবিতে ছিল না। বাচ্চা মানুষ রাজনীতির কী বোঝে? কথাই তো ঠিকভাবে বলতে পারে না আমাদের সামনে? আমার বোনটা এখন কী নিয়া বাঁচব!’
শাওনের বড় ভাই ফরহাদ প্রধান বলেন, ‘আমার ভাই কোনো রাজনীতি করত না। কেউ তারে আজকে সকালে শহরে ডেকে আনে এটুকুই জানি। এখন শুনি ও নাকি যুবদলের মিছিলে গেসিল।’
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বাধীন মিছিলে সামনের সারিতে আছেন শাওন। যখন সংঘর্ষ শুরু হয়, সেখানেও ইট পাটকেল সংগ্রহ করে পুলিশের দিকে ছুড়তে দেখা যায় শাওনকে। ফেসবুকে সম্প্রচারিত লাইভ ভিডিওতে শাওনের উপস্থিতি ও পুলিশের দিকে ঢিল ছুড়তে দেখা গেছে।’
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, ‘শাওনের যেই ছবিটি প্রকাশিত হয়েছে সেটা কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেকের মিছিল। ফলে বলাই যায়, সে সাদেক ভাইয়ের কর্মী ছিল।’
একই বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ বলেন, ‘শাওন যেই মিছিল ছিল সেটা কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক ভাইয়ের নেতৃত্বে এসেছিল।’

নারায়ণগঞ্জ শহরে পুলিশ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শাওন প্রধান (২৩) ছাত্রদল নাকি যুবদল কর্মী তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, যুবদল নেতা সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে একটি মিছিলের সামনের সারিতে রয়েছেন শাওন।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন শাওন। এরপর পুলিশি বাধা ও পরবর্তীতে সংঘর্ষ শুরু হলে সেখানে গুলিবিদ্ধ হন শাওন। নেতাকর্মীরা দ্রুত তাঁকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
শাওন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহেব আলীর ছেলে। এ ছাড়া ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান শওকত আলী নিজেই।
ফতুল্লা আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘শাওন আমার চাচাতো ভাই সাহেবের ছেলে। সে কোনো দলের পদ পদবিতে ছিল না। রাজনীতিতেও তেমন সক্রিয় ছিল না। এখন যদি ভেতরে-ভেতরে কোনো দলকে সমর্থন করে সেটা তো আমি বলতে পারব না। কীভাবে বা কার সঙ্গে নারায়ণগঞ্জ শহরে গেল আমি সেই খোঁজ নিচ্ছি। আমার জানা মতে, তার বিএনপি করার কথা না। আমি এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
শাওনের মামা এসএম বাবুল হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাগনে কোনো পদ পদবিতে ছিল না। বাচ্চা মানুষ রাজনীতির কী বোঝে? কথাই তো ঠিকভাবে বলতে পারে না আমাদের সামনে? আমার বোনটা এখন কী নিয়া বাঁচব!’
শাওনের বড় ভাই ফরহাদ প্রধান বলেন, ‘আমার ভাই কোনো রাজনীতি করত না। কেউ তারে আজকে সকালে শহরে ডেকে আনে এটুকুই জানি। এখন শুনি ও নাকি যুবদলের মিছিলে গেসিল।’
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বাধীন মিছিলে সামনের সারিতে আছেন শাওন। যখন সংঘর্ষ শুরু হয়, সেখানেও ইট পাটকেল সংগ্রহ করে পুলিশের দিকে ছুড়তে দেখা যায় শাওনকে। ফেসবুকে সম্প্রচারিত লাইভ ভিডিওতে শাওনের উপস্থিতি ও পুলিশের দিকে ঢিল ছুড়তে দেখা গেছে।’
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, ‘শাওনের যেই ছবিটি প্রকাশিত হয়েছে সেটা কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেকের মিছিল। ফলে বলাই যায়, সে সাদেক ভাইয়ের কর্মী ছিল।’
একই বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ বলেন, ‘শাওন যেই মিছিল ছিল সেটা কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক ভাইয়ের নেতৃত্বে এসেছিল।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে