সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে ট্রাকসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে কৃষক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। এ ঘটনায় গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়ম মেনে আদমজীর ঊর্মি গার্মেন্টসের সঙ্গে তাঁদের ব্যবসায়িক চুক্তি রয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকেলে ১৪টি ট্রাকে ওয়েস্টেজ ও গার্বেজ মালামাল বের হয়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকগুলো কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অংশীদারদের সহযোগিতায় জালকুড়ি থেকে কিছু মালামাল উদ্ধার করা করা সম্ভব হলেও ৯০ বস্তা এখনো উদ্ধার হয়নি।
ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা বলেন, তাঁর অংশীদার হিসেবে মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু রয়েছেন। তাঁর অভিযোগ, যাঁরা মালামাল লুট করেছেন, তাঁদের অধিকাংশই কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি তিনি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কায়সার রিফাতকে জানাতে একাধিকবার ফোন দেন। কিন্তু রিফাত ফোন রিসিভ করেননি।
শাহেদ আহমেদ ও মমিনুর রহমান বাবু বলেন, ‘মালামাল লুটের পেছনে কৃষক দলের নামধারী মাহাবুব, কাওছার, আমান, শামীম ঢালী, সেন্টু, দুলাল, তৈয়্যব, আকাশ প্রধান, জাকির ও রাসেলকে আমরা শনাক্ত করতে পেরেছি। জিডিতে তাঁদের নাম না দেওয়া প্রসঙ্গে তাঁরা বলেন, যাঁরা কাজটি করেছেন, তাঁরা আমাদের দলেরই লোক। তাঁদের নাম দিলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’
তবে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার রিফাত দাবি করেন, ‘ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কারও সম্পৃক্ততা নেই। অভিযোগগুলোও ভিত্তিহীন। যেদিন ঘটনা ঘটে, সেদিন আমি রাজধানী ঢাকায় একটি কর্মসূচিতে ছিলাম।’
থানায় করা অভিযোগ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে ট্রাকসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে কৃষক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। এ ঘটনায় গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়ম মেনে আদমজীর ঊর্মি গার্মেন্টসের সঙ্গে তাঁদের ব্যবসায়িক চুক্তি রয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকেলে ১৪টি ট্রাকে ওয়েস্টেজ ও গার্বেজ মালামাল বের হয়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকগুলো কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অংশীদারদের সহযোগিতায় জালকুড়ি থেকে কিছু মালামাল উদ্ধার করা করা সম্ভব হলেও ৯০ বস্তা এখনো উদ্ধার হয়নি।
ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা বলেন, তাঁর অংশীদার হিসেবে মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু রয়েছেন। তাঁর অভিযোগ, যাঁরা মালামাল লুট করেছেন, তাঁদের অধিকাংশই কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি তিনি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কায়সার রিফাতকে জানাতে একাধিকবার ফোন দেন। কিন্তু রিফাত ফোন রিসিভ করেননি।
শাহেদ আহমেদ ও মমিনুর রহমান বাবু বলেন, ‘মালামাল লুটের পেছনে কৃষক দলের নামধারী মাহাবুব, কাওছার, আমান, শামীম ঢালী, সেন্টু, দুলাল, তৈয়্যব, আকাশ প্রধান, জাকির ও রাসেলকে আমরা শনাক্ত করতে পেরেছি। জিডিতে তাঁদের নাম না দেওয়া প্রসঙ্গে তাঁরা বলেন, যাঁরা কাজটি করেছেন, তাঁরা আমাদের দলেরই লোক। তাঁদের নাম দিলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’
তবে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার রিফাত দাবি করেন, ‘ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কারও সম্পৃক্ততা নেই। অভিযোগগুলোও ভিত্তিহীন। যেদিন ঘটনা ঘটে, সেদিন আমি রাজধানী ঢাকায় একটি কর্মসূচিতে ছিলাম।’
থানায় করা অভিযোগ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৩ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে