বাসি খাবার খেয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০ মাদ্রাসা ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বড়কাঁচনা এলাকার আনন্দ বাজার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বেশি অসুস্থ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন, মো. ইব্রাহিম (৮), মো. আব্দুর রহমান (১১), মো. আবু বক্কর (১০), মো. সিয়াম (৭), (১০), মাহফুজ (১০)।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও অসুস্থ ছাত্ররা জানায়, আনন্দ বাজার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৭০ জন শিক্ষার্থী। গতকাল রোববার রাতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মুরগির মাংস ও ডাল রান্না করা হয়। আজ সকালে হেফজ ও নুরানি বিভাগের শিশুরা গতকালের ওই রান্না করা খাবার খেলে ঘণ্টাখানেক পর একে একে ছাত্রের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপেক্ষাকৃত বেশি অসুস্থদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ৷
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন, ‘গরমে বাসি ও পচা খাবার খাওয়ার ফলে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এখন বিপদমুক্ত।’
মাদ্রাসা ছাত্র মো. মাহাদী ইসলাম বলেন, ‘সকালের খাবার খেয়ে আমরা পরীক্ষা দেই। পরে বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। অভিভাবক ও শিক্ষকেরা আমাদেরকে হাসপাতাল নিয়ে আসে।’
অভিভাবক হানিফ চৌকিদার বলেন, ‘মাদ্রাসায় আমার ছেলে পড়ালেখা করে ৷ আমার ধারণা বাসি ও পচা খাবার খাওয়ায় আমার ছেলে অসুস্থ হয়েছে।’
মাদ্রাসার অধ্যক্ষ মুফতী সিরাজুল ইসলাম বলেন, ‘ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাই। এখন সবাই সুস্থ আছে। কি কারণে অসুস্থ হলো বলতে পারি না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার তদন্ত ওসি আবুবকর বলেন, ‘হাসপাতালে ছাত্রদের খোঁজ খবর নিয়েছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৭ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৭ মিনিট আগে