Ajker Patrika

মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিন শুনানি ৩ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৪: ৪২
মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিন শুনানি ৩ মে

স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানির জন্য আগামী ৩ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বুধবার রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের বেঞ্চ এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

মিতু হত্যা মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে গত বছরের ৬ মার্চ আবেদন করেন বাবুল আক্তার। শুনানি নিয়ে ১৪ মার্চ রুল জারি করা হয়। বাবুল আক্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। গত বছরের ৭ ডিসেম্বর ওই রুল শুনানির জন্য গ্রহণ করা হয়।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরীর জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু আক্তার। ওই সময় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। 

তদন্ত শেষে ২০২১ সালের ১২ মে এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ওই দিনই মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। আর সেদিনই বাবুল আক্তারকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। তারপর থেকেই কারাগারে রয়েছেন বাবুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত