গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের প্রধান ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহতাব উদ্দিন (৩৫) পাবনা জেলার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সক্রিয় সদস্য।
মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।’
মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. সামসুর রহমান বলেন, ‘চলতি বছরের আগস্ট মাসে মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে প্রশিক্ষণরত অবস্থায় নবগঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার ১০ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানের সময় গ্রেপ্তার জঙ্গি সদস্য মাহতাব উদ্দিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাঁর স্ত্রী শাপলা বেগম গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে আদালতে জবানবন্দিতে শাপলা বেগম তাঁর স্বামী মাহতাব জঙ্গি সদস্য এবং পলাতক বলে স্বীকার করে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার মাহতাব ইসলামের স্ত্রী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। এ ছাড়া মাহতাবের শ্যালক মোহাম্মদ আল মামুনের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি কারাগারে বন্দী আছেন।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার পলাতক সদস্য মাহতাব কাশিমপুর কারাগারে বন্দী তাঁর স্ত্রী ও শ্যালকের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আজ (বৃহস্পতিবার) সকালে মাহতাব তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের প্রধান ফটকে আসলে জিএমপির কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।’
আবু তোরাব মো. সামসুর রহমান আরও বলেন, ‘মাহতাবের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন:
কুলাউড়ায় দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে চলছে ‘অপারেশন হিলসাইড’, আটক ৮
জঙ্গি প্রশিক্ষণের জন্য ৫০ শতাংশ জমি কেনা হয়: সিটিটিসি
অপারেশন হিলসাইড: কুলাউড়ার ‘জঙ্গি আস্তানা’ থেকে পালানো ১৭ জন আটক
কুলাউড়ায় নতুন ‘জঙ্গি’ সংগঠনের ১০ জন আটক: সিটিটিসি
‘জঙ্গি আস্তানায়’ আটক নটর ডেমের ছাত্র হতাশ ও বিষণ্ন ছিল, স্বজনদের দাবি

গাজীপুরের কাশিমপুরে কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের প্রধান ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহতাব উদ্দিন (৩৫) পাবনা জেলার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সক্রিয় সদস্য।
মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।’
মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. সামসুর রহমান বলেন, ‘চলতি বছরের আগস্ট মাসে মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে প্রশিক্ষণরত অবস্থায় নবগঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার ১০ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানের সময় গ্রেপ্তার জঙ্গি সদস্য মাহতাব উদ্দিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাঁর স্ত্রী শাপলা বেগম গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে আদালতে জবানবন্দিতে শাপলা বেগম তাঁর স্বামী মাহতাব জঙ্গি সদস্য এবং পলাতক বলে স্বীকার করে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার মাহতাব ইসলামের স্ত্রী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। এ ছাড়া মাহতাবের শ্যালক মোহাম্মদ আল মামুনের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি কারাগারে বন্দী আছেন।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার পলাতক সদস্য মাহতাব কাশিমপুর কারাগারে বন্দী তাঁর স্ত্রী ও শ্যালকের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আজ (বৃহস্পতিবার) সকালে মাহতাব তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের প্রধান ফটকে আসলে জিএমপির কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।’
আবু তোরাব মো. সামসুর রহমান আরও বলেন, ‘মাহতাবের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন:
কুলাউড়ায় দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে চলছে ‘অপারেশন হিলসাইড’, আটক ৮
জঙ্গি প্রশিক্ষণের জন্য ৫০ শতাংশ জমি কেনা হয়: সিটিটিসি
অপারেশন হিলসাইড: কুলাউড়ার ‘জঙ্গি আস্তানা’ থেকে পালানো ১৭ জন আটক
কুলাউড়ায় নতুন ‘জঙ্গি’ সংগঠনের ১০ জন আটক: সিটিটিসি
‘জঙ্গি আস্তানায়’ আটক নটর ডেমের ছাত্র হতাশ ও বিষণ্ন ছিল, স্বজনদের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে