শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে লেপমোড়ানো মা-মেয়ের লাশ উদ্ধারের ১ বছর পর তাঁদের পরিচয় মিলেছে। এরপর গতকাল বুধবার রাতে পলাতক স্বামী শাহীন পাহার ও অটোচালক মো. হাশেমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা পিবিআই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ মার্চ দুপুরে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষম পাইকশা গ্রামের একটি পতিত জমি থেকে লেপমোড়ানো এক যুবতী নারী ও কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মুন্সিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শাহিনুর আলমের ওপর মামলাটির তদন্তের দায়িত্ব পড়ে। তদন্তের ১ বছর পর গতকাল বুধবার রাতে শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহীনের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অটোচালক মো. হাশেমকে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধারের ঘটনাস্থলে এসে শাহীন পাহার জানান, রিমতা তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁর বাবার বাড়ি পাবনা সদর উপজেলায়। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কামারগাঁও এলাকায় ভাড়া বাড়িতে রেখে গোপনে সংসার করতেন। তাঁদের সংসারে আমেনা নামের এক কন্যাসন্তানের জন্ম হয়। এরপর শাহীনের প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের বিষয়টি জেনে যান। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
এর সূত্র ধরে ৭ মার্চ রাতে শাহীনের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রিমতারও ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে শাহীন স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ৮ মাসের কন্যাশিশু আমেনাকে একই কায়দায় হত্যা করেন তিনি। লাশ গুম করার জন্য লেপ দিয়ে মোড়ায়। পরে তাঁর পূর্বপরিচিত অটোরিকশাচালক হাশেমকে ডেকে আনেন। রাত পৌনে ১টার দিকে লাশ কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যান।
এরপর তিনি সিলেট, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকেন। সর্বশেষ তিনি ঢাকায় অবস্থান নেন। শাহীন পাহার বালাসুর নতুন বাজার এলাকার তৈয়ব পাহারের প্রথম স্ত্রীর সন্তান। তাঁর প্রথম স্ত্রীর ঘরে ২ ছেলেসন্তান রয়েছে। অটোরিকশাচালক মো. হাশেমের বাড়ি টাঙ্গাইল। তিন এই এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শাহিনুর আলম জানান, ২ লাশের পরিচয় পাওয়া গেছে। ঘাতক স্বামী ও অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে লেপমোড়ানো মা-মেয়ের লাশ উদ্ধারের ১ বছর পর তাঁদের পরিচয় মিলেছে। এরপর গতকাল বুধবার রাতে পলাতক স্বামী শাহীন পাহার ও অটোচালক মো. হাশেমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা পিবিআই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ মার্চ দুপুরে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষম পাইকশা গ্রামের একটি পতিত জমি থেকে লেপমোড়ানো এক যুবতী নারী ও কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মুন্সিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শাহিনুর আলমের ওপর মামলাটির তদন্তের দায়িত্ব পড়ে। তদন্তের ১ বছর পর গতকাল বুধবার রাতে শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহীনের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অটোচালক মো. হাশেমকে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধারের ঘটনাস্থলে এসে শাহীন পাহার জানান, রিমতা তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁর বাবার বাড়ি পাবনা সদর উপজেলায়। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কামারগাঁও এলাকায় ভাড়া বাড়িতে রেখে গোপনে সংসার করতেন। তাঁদের সংসারে আমেনা নামের এক কন্যাসন্তানের জন্ম হয়। এরপর শাহীনের প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের বিষয়টি জেনে যান। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
এর সূত্র ধরে ৭ মার্চ রাতে শাহীনের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রিমতারও ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে শাহীন স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ৮ মাসের কন্যাশিশু আমেনাকে একই কায়দায় হত্যা করেন তিনি। লাশ গুম করার জন্য লেপ দিয়ে মোড়ায়। পরে তাঁর পূর্বপরিচিত অটোরিকশাচালক হাশেমকে ডেকে আনেন। রাত পৌনে ১টার দিকে লাশ কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যান।
এরপর তিনি সিলেট, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকেন। সর্বশেষ তিনি ঢাকায় অবস্থান নেন। শাহীন পাহার বালাসুর নতুন বাজার এলাকার তৈয়ব পাহারের প্রথম স্ত্রীর সন্তান। তাঁর প্রথম স্ত্রীর ঘরে ২ ছেলেসন্তান রয়েছে। অটোরিকশাচালক মো. হাশেমের বাড়ি টাঙ্গাইল। তিন এই এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শাহিনুর আলম জানান, ২ লাশের পরিচয় পাওয়া গেছে। ঘাতক স্বামী ও অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২১ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে