সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় মমিনুল ইসলাম (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মমিনুল ইসলামকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানেই রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মমিনুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আজহার মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজনই অপ্রাপ্তবয়স্ক। বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। অন্য দুজন হলেন আশিকুল ইসলাম ওরফে আসিফ (২২) ও ইব্রাহীম (৩৮)। হামলার এক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। কিশোর গ্যাংটির দলনেতা রুবেল মুন্সী (৩০)।
এ ঘটনায় নিহত মমিনুলের পরিবার আশুলিয়া থানায় মামলা করেছে। এজাহারে রুবেল মুন্সীসহ আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫-৬ জনকে।
মমিনুলের মা ও মামলার বাদী মা ছবেদা খাতুন বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যরা এর আগে বাসায় গিয়ে হামলা করেছিল। গতকাল রাতেও হামলা করেছে, তবে ছেলেকে বাসায় পায়নি। বাইরে গিয়ে খুঁজে পেয়ে কুপিয়ে মেরে ফেলেছে। কী কারণে এই হামলা, তা আমি জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আসামিদের মধ্যে অধিকাংশই কিশোর। তারা এলাকায় আধিপত্য বা প্রভাব বিস্তার করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার পর এক ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। তাদের দলনেতা রুবেলসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকার সাভারের আশুলিয়ায় মমিনুল ইসলাম (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মমিনুল ইসলামকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানেই রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মমিনুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আজহার মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজনই অপ্রাপ্তবয়স্ক। বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। অন্য দুজন হলেন আশিকুল ইসলাম ওরফে আসিফ (২২) ও ইব্রাহীম (৩৮)। হামলার এক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। কিশোর গ্যাংটির দলনেতা রুবেল মুন্সী (৩০)।
এ ঘটনায় নিহত মমিনুলের পরিবার আশুলিয়া থানায় মামলা করেছে। এজাহারে রুবেল মুন্সীসহ আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫-৬ জনকে।
মমিনুলের মা ও মামলার বাদী মা ছবেদা খাতুন বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যরা এর আগে বাসায় গিয়ে হামলা করেছিল। গতকাল রাতেও হামলা করেছে, তবে ছেলেকে বাসায় পায়নি। বাইরে গিয়ে খুঁজে পেয়ে কুপিয়ে মেরে ফেলেছে। কী কারণে এই হামলা, তা আমি জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আসামিদের মধ্যে অধিকাংশই কিশোর। তারা এলাকায় আধিপত্য বা প্রভাব বিস্তার করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার পর এক ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। তাদের দলনেতা রুবেলসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৮ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৯ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৫ মিনিট আগে