হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়েছে। গতকাল রোববার রাতে মাছটি ধরার পড়ার পর আজ সোমবার সকালে বিক্রি হয়।
জেলে আব্দুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ জামালপুরের সাজল, আদর আলী ও আমির হামজা—এই চারজন জেলে হরিরামপুরের পদ্মায় জাল ফেলি। রোববার রাত সাড়ে ৩টার দিকে আমার জালে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা কেজি দরে ঢাকার একজনের কাছে বিক্রি করি।’
জেলে আমির হামজা বলেন, ‘বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে।’
আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বলেন, ‘আজ সোমবার সকালে মমিন নামের জেলেসহ কয়েকজন পদ্মা থেকে বড় একটি বাগাড় মাছ ধরে আরিচা আড়তে নিয়ে এলে আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমার কাছে তথ্য নেই।’
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীতে মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো মাছ নেই। তারপরও এখনো মাঝেমধ্যে বড় বড় আইড়, পাঙাশ, বাগার ধরা পড়ে। আর বাগাড় মাছটিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছটিকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়েছে। গতকাল রোববার রাতে মাছটি ধরার পড়ার পর আজ সোমবার সকালে বিক্রি হয়।
জেলে আব্দুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ জামালপুরের সাজল, আদর আলী ও আমির হামজা—এই চারজন জেলে হরিরামপুরের পদ্মায় জাল ফেলি। রোববার রাত সাড়ে ৩টার দিকে আমার জালে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা কেজি দরে ঢাকার একজনের কাছে বিক্রি করি।’
জেলে আমির হামজা বলেন, ‘বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে।’
আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বলেন, ‘আজ সোমবার সকালে মমিন নামের জেলেসহ কয়েকজন পদ্মা থেকে বড় একটি বাগাড় মাছ ধরে আরিচা আড়তে নিয়ে এলে আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমার কাছে তথ্য নেই।’
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীতে মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো মাছ নেই। তারপরও এখনো মাঝেমধ্যে বড় বড় আইড়, পাঙাশ, বাগার ধরা পড়ে। আর বাগাড় মাছটিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছটিকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন লাখিরচর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোহিতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন ওরফে বশির মেম্বার (৪৫)
১৫ মিনিট আগে
সাদুল্লাপুরে শারমিন সুলতানা (৩৭) নামের এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী আহত নারীর মামলায় তাঁর সাবেক স্বামী আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা জমি-গাড়ি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বাণিজ্যিক স্পেস, দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
৩৩ মিনিট আগে