হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়েছে। গতকাল রোববার রাতে মাছটি ধরার পড়ার পর আজ সোমবার সকালে বিক্রি হয়।
জেলে আব্দুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ জামালপুরের সাজল, আদর আলী ও আমির হামজা—এই চারজন জেলে হরিরামপুরের পদ্মায় জাল ফেলি। রোববার রাত সাড়ে ৩টার দিকে আমার জালে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা কেজি দরে ঢাকার একজনের কাছে বিক্রি করি।’
জেলে আমির হামজা বলেন, ‘বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে।’
আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বলেন, ‘আজ সোমবার সকালে মমিন নামের জেলেসহ কয়েকজন পদ্মা থেকে বড় একটি বাগাড় মাছ ধরে আরিচা আড়তে নিয়ে এলে আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমার কাছে তথ্য নেই।’
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীতে মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো মাছ নেই। তারপরও এখনো মাঝেমধ্যে বড় বড় আইড়, পাঙাশ, বাগার ধরা পড়ে। আর বাগাড় মাছটিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছটিকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়েছে। গতকাল রোববার রাতে মাছটি ধরার পড়ার পর আজ সোমবার সকালে বিক্রি হয়।
জেলে আব্দুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ জামালপুরের সাজল, আদর আলী ও আমির হামজা—এই চারজন জেলে হরিরামপুরের পদ্মায় জাল ফেলি। রোববার রাত সাড়ে ৩টার দিকে আমার জালে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা কেজি দরে ঢাকার একজনের কাছে বিক্রি করি।’
জেলে আমির হামজা বলেন, ‘বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে।’
আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বলেন, ‘আজ সোমবার সকালে মমিন নামের জেলেসহ কয়েকজন পদ্মা থেকে বড় একটি বাগাড় মাছ ধরে আরিচা আড়তে নিয়ে এলে আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমার কাছে তথ্য নেই।’
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীতে মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো মাছ নেই। তারপরও এখনো মাঝেমধ্যে বড় বড় আইড়, পাঙাশ, বাগার ধরা পড়ে। আর বাগাড় মাছটিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছটিকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৫ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১০ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৪ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৪৩ মিনিট আগে