মুন্সিগঞ্জ প্রতিনিধি

স্ত্রীকে ফোনে বলেছিলেন বাসায় আসবেন। বাড়িতে এসে পড়বেন শবে বরাতের নামাজ। সেই প্রতীক্ষায় বসেছিলেন স্ত্রী। কিন্তু আর ফিরে আসেননি মহিউদ্দিন আখন্দ (৫০)। রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত তিনি।
মহিউদ্দিন আখন্দের বাড়ি মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত সমির আখন্দের ছেলে।
আজ বুধবার সকালে মুন্সিগঞ্জে স্থানীয় কবরস্থানে মহিউদ্দিন আখন্দকে দাফন করা হয়েছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাফে কুইন মার্কেটের একটি স্যানিটারি দোকানের ম্যানেজার ছিলেন মহিউদ্দিন আখন্দ। দুই বছর যাবৎ ওই মার্কেটের আজাদ স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। এর আগে আলু বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান ছিল তাঁর। কিন্তু ব্যবসায় লোকসান হওয়া দোকান ছেড়ে দেন তিনি।
মহিউদ্দিনের ভাতিজি পারভিন বেগম জানান, বিস্ফোরণের দিন মহিউদ্দিন আখন্দ দোকানেই বসেছিলেন। হঠাৎ বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।
এদিকে তাঁর মৃত্যুর খবরে বারবার অচেতন হয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী পারভিন বেগম। জ্ঞান ফিরে এলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকালকে (মঙ্গলবার সকালে) আমাকে বলেছিল সে বাসায় আসবে, শবে বরাতের নামাজ পড়বে। আর বিকেল বেলায় জানতে পারলাম সেখানে বিস্ফোরণ হয়েছে। আমার স্বামী তো এল, কিন্তু লাশ হয়ে এল। এখন আমি আমার দুটা সন্তান নিয়ে কোথায় যাব? কী করব?’
আজ সকালে মুন্সিগঞ্জে আধারার সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে এলাকার একটি কবরস্থানে মহিউদ্দিন আখন্দকে দাফন করা হয়েছে বলে জানান তাঁর স্বজনেরা।

স্ত্রীকে ফোনে বলেছিলেন বাসায় আসবেন। বাড়িতে এসে পড়বেন শবে বরাতের নামাজ। সেই প্রতীক্ষায় বসেছিলেন স্ত্রী। কিন্তু আর ফিরে আসেননি মহিউদ্দিন আখন্দ (৫০)। রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত তিনি।
মহিউদ্দিন আখন্দের বাড়ি মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত সমির আখন্দের ছেলে।
আজ বুধবার সকালে মুন্সিগঞ্জে স্থানীয় কবরস্থানে মহিউদ্দিন আখন্দকে দাফন করা হয়েছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাফে কুইন মার্কেটের একটি স্যানিটারি দোকানের ম্যানেজার ছিলেন মহিউদ্দিন আখন্দ। দুই বছর যাবৎ ওই মার্কেটের আজাদ স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। এর আগে আলু বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান ছিল তাঁর। কিন্তু ব্যবসায় লোকসান হওয়া দোকান ছেড়ে দেন তিনি।
মহিউদ্দিনের ভাতিজি পারভিন বেগম জানান, বিস্ফোরণের দিন মহিউদ্দিন আখন্দ দোকানেই বসেছিলেন। হঠাৎ বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।
এদিকে তাঁর মৃত্যুর খবরে বারবার অচেতন হয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী পারভিন বেগম। জ্ঞান ফিরে এলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকালকে (মঙ্গলবার সকালে) আমাকে বলেছিল সে বাসায় আসবে, শবে বরাতের নামাজ পড়বে। আর বিকেল বেলায় জানতে পারলাম সেখানে বিস্ফোরণ হয়েছে। আমার স্বামী তো এল, কিন্তু লাশ হয়ে এল। এখন আমি আমার দুটা সন্তান নিয়ে কোথায় যাব? কী করব?’
আজ সকালে মুন্সিগঞ্জে আধারার সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে এলাকার একটি কবরস্থানে মহিউদ্দিন আখন্দকে দাফন করা হয়েছে বলে জানান তাঁর স্বজনেরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে