ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী দুই সন্তানের জননী লায়লা আরজু। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী সাইদা বেগম (৩৮) ও তাঁর স্বামী হালিমকে (৪৮) থানায় নিয়ে গেছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, বানিয়াজুরী-ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে লায়লা আরজুর গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। ঘিওর থানার পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
ঘিওর থানার পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালের দিকে নিহতের স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে দেখেন মেঝেতে তাঁর স্ত্রীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুলিশ আসে।
সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, ‘কে বা কারা বাসায় প্রবেশ করে তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ‘ঘটনস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান। ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী দুই সন্তানের জননী লায়লা আরজু। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী সাইদা বেগম (৩৮) ও তাঁর স্বামী হালিমকে (৪৮) থানায় নিয়ে গেছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, বানিয়াজুরী-ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে লায়লা আরজুর গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। ঘিওর থানার পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
ঘিওর থানার পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালের দিকে নিহতের স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে দেখেন মেঝেতে তাঁর স্ত্রীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুলিশ আসে।
সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, ‘কে বা কারা বাসায় প্রবেশ করে তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ‘ঘটনস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান। ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহে জাল দলিল তৈরি চক্রের হোতা হিসেবে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন (ভূমি) অফিসের সংশ্লিষ্ট ২০ কর্মকর্তার ৬২টি সিল।
২৩ মিনিট আগেছুরিকাঘাতে সাথী খাতুন (১৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শাওন ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। আজ সোমবার পাবনার পৌর শহরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধ ও তীর সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে আজ সোমবার দুপুরে পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে নদীর পাড়ে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রা করেছে তিস্তাপারের হাজারো মানুষ। আজ সোমবার লালমনিরহাট রেলওয়ে স্টেশন রোডের সোহরাওয়ার্দী উদ্যান থেকে পদযাত্রাটি বের হয়।
৩৭ মিনিট আগে