নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রশাসনকে কখনো দলীয়করণ করেনি, করারও পরিকল্পনা নেই। নিজ যোগ্যতাবলে তাঁরা পদে বসেছেন।’
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সঙ্গে বসা সরকারের নিয়মিত একটি কার্যক্রমের অংশ। তাদের মাধ্যমেই সরকারের কাজগুলো বাস্তবায়িত হয়। প্রশাসনের কর্মকর্তাদের এসএসবির মাধ্যমে নিজেদের যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হয়েই পদে বসতে হয়। যাঁরা বসেছেন তাঁরা যোগ্যতা অর্জন করেই বসেছেন। আমরা কোনো দলীয়করণ করিনি, বরং বিএনপি ও এরশাদের সময়ে দলীয়করণ হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘জেলা পর্যায়ে অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপি টিভি এবং ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলো বিভিন্ন সময়ে গুজব ছড়ায়। আমরা ১৭০টির বেশি অনলাইন, একই সংখ্যার প্রিন্ট পত্রিকার পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলকেও নিবন্ধন দিয়েছি।’
বিভ্রান্তিকর তথ্যের নেতিবাচকতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো বিভ্রান্তিকর তথ্য ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলে। তবে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন চাইলেই ব্যবস্থা নিতে পারে না। তাই কোনটি থেকে ছড়ানো হচ্ছে, সেটি আগে নিশ্চিত করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। এরপর আমাদের জানাতে বলেছি।’

আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রশাসনকে কখনো দলীয়করণ করেনি, করারও পরিকল্পনা নেই। নিজ যোগ্যতাবলে তাঁরা পদে বসেছেন।’
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সঙ্গে বসা সরকারের নিয়মিত একটি কার্যক্রমের অংশ। তাদের মাধ্যমেই সরকারের কাজগুলো বাস্তবায়িত হয়। প্রশাসনের কর্মকর্তাদের এসএসবির মাধ্যমে নিজেদের যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হয়েই পদে বসতে হয়। যাঁরা বসেছেন তাঁরা যোগ্যতা অর্জন করেই বসেছেন। আমরা কোনো দলীয়করণ করিনি, বরং বিএনপি ও এরশাদের সময়ে দলীয়করণ হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘জেলা পর্যায়ে অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপি টিভি এবং ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলো বিভিন্ন সময়ে গুজব ছড়ায়। আমরা ১৭০টির বেশি অনলাইন, একই সংখ্যার প্রিন্ট পত্রিকার পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলকেও নিবন্ধন দিয়েছি।’
বিভ্রান্তিকর তথ্যের নেতিবাচকতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো বিভ্রান্তিকর তথ্য ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলে। তবে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন চাইলেই ব্যবস্থা নিতে পারে না। তাই কোনটি থেকে ছড়ানো হচ্ছে, সেটি আগে নিশ্চিত করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। এরপর আমাদের জানাতে বলেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে