Ajker Patrika

কালনী ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

নরসিংদী প্রতিনিধি
কালনী ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

নরসিংদীর পলাশের জিনারদীতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত জিনারদী রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনটি অচল হয়। এতে দুর্ভোগে পড়ে ট্রেনের যাত্রীরা। এ সময় অনেক যাত্রী ঘোড়াশাল দিয়ে বাসে করে ঢাকায় রওনা দেয়। 

রেলস্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি নেয়। ট্রেনটি ওই স্টেশন ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর দগরিয়া এলাকায় এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ট্রেনটির চালক কয়েক দফা ইঞ্জিন চালু করে কোনোরকমে জিনারদী স্টেশনে নিয়ে আসেন। 

পরে স্টেশন কর্তৃপক্ষ ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি জিনারদী স্টেশন থেকে নরসিংদী রেলস্টেশনের মাস্টারকে জানান। তিনি বিষয়টি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। বেলা দুইটার দিকে ঢাকা থেকে অতিরিক্ত ইঞ্জিনসহ উদ্ধারকারী (রিলিফ) ট্রেন জিনারদী স্টেশনে আসে। এ সময় অতিরিক্ত ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। 

নরসিংদী রেলস্টেশনের মাস্টার এ টি এম মুছা জানান, কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে জিনারদী স্টেশনে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে ঢাকা থেকে আসা অতিরিক্ত ইঞ্জিনের সহায়তায় বেলা ২টা ২০ মিনিটে ট্রেনটি গন্তব্যে রওনা হয়। এ সময়ে চট্টগ্রাম ও সিলেট থেকে ছেড়ে আসা অন্যান্য ট্রেন বিকল্প রেললাইনে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত