ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বহির্বিভাগে থেকে চার কার্টন সরকারি ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। তাঁর নাম ফরহাদ হোসেন (৪৪)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এ বিষয়ে আনসার সদস্য ওমর ফারুক বলেন, ‘বহির্বিভাগে ডিউটির সময় দুপুরে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে নিয়ে বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাঁকে ডাক দিলে তিনি দ্রুত হাসপাতালের বাইরের দিকে যেতে থাকেন। আমিও দ্রুত গিয়ে তাঁকে ধরে ফেলি এবং ব্যাগের মধ্যে ইনজেকশনের কার্টন দেখতে পাই। পরে তাঁকে হাসপাতালের পরিচালকের কক্ষে নেওয়া হয়।’
অভিযুক্ত ফরহাদ হোসেন জানান, তিনি হাসপাতালের কেউ না। তিনি তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে হাসপাতালের ২২০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবয় সুমনের কাছে এসেছিলেন জ্বরের ওষুধ নিতে। পরে ওয়ার্ডবয় সুমন চার কার্টন ওষুধ তাঁর ব্যাগের ভেতরে দিয়ে বাইরে নিতে বলেন। তবে বাইরে বের হওয়ার আগেই আনসার সদস্যরা ধরে ফেলে।
ফরহাদ হোসেন আরও জানান, তাঁর বাসা রাজধানীর লালবাগের শ্মশানঘাট এলাকায়। তিনি বলেন, ‘এর আগে অনেকবার হাসপাতালে এসেছি, তবে এ রকম ঘটনার সম্মুখীন হইনি।’
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওয়ার্ডবয় সুমন বলেন, ‘আমি ২২০ নম্বর সার্জারি ওয়ার্ডে ডিউটি করি। ফরহাদ আমার পূর্বপরিচিত। তবে এই প্রথম তাঁর কাছে আমি দুই কার্টন ডিস্টিলড ওয়াটার দিয়েছি। আর দুই কার্টন কোথায় পেয়েছে আমার জানা নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম উদ্দিন বলেন, ‘দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে চার কার্টন ডিস্টিলড ওয়াটারসহ ফরহাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফরহাদ জানিয়েছে, ২২০ নম্বর ওয়ার্ডে পূর্বপরিচিত সুমন তাঁকে এগুলো দিয়েছে। তবে ২২০ নম্বর ওয়ার্ডে গিয়ে সুমনকে পাওয়া যায়নি। পরিচালক মহোদয় এর ব্যবস্থা নেবেন।’

‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
২৯ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৪ মিনিট আগে
সকাল থেকেই আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অনেককে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে জনসভাস্থলে আসতে দেখা গেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা শেষে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি সিসিটিভি...
১ ঘণ্টা আগে