নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার মহামারির কারণে গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একই সিলেবাসে নেওয়ার পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির ফলাফল ঘোষণা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই মত প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যে সিলেবাস এইচএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে, ঠিক সেই সিলেবাসের ওপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়া উচিত। আমাদের যে মতামত, ইতিমধ্যে আমরা এই কথাগুলো বলেছি। সকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গেও আমরা অতি সম্প্রতি আলাপ করেছি।’
মন্ত্রী আরও বলেন, ‘এইচএসসি পরীক্ষার ওপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। যেহেতু এখন পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হয়েছে এইচএসসি বা সমমানের পরীক্ষা, ঠিক সেই সিলেবাসে ভর্তি পরীক্ষা হওয়া উচিত।’
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একটি পরীক্ষা নেওয়ার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে পরীক্ষাগুলো হয়, সেগুলো একটা পরীক্ষা হয়। সেখানে হয় তো গণিত, বিজ্ঞান বা ভাষা এই জাতীয় বিষয়গুলো এবং সাধারণ জ্ঞানের ওপর পরীক্ষাগুলো হয় এবং সেই একটি পরীক্ষা দিয়ে জাতীয় একটা তালিকা তৈরি হয় এবং তার ওপর ভিত্তি করে, সেই পরীক্ষার যে স্কোর, সেই স্কোরের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।’
২০২২ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

করোনার মহামারির কারণে গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একই সিলেবাসে নেওয়ার পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির ফলাফল ঘোষণা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই মত প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যে সিলেবাস এইচএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে, ঠিক সেই সিলেবাসের ওপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়া উচিত। আমাদের যে মতামত, ইতিমধ্যে আমরা এই কথাগুলো বলেছি। সকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গেও আমরা অতি সম্প্রতি আলাপ করেছি।’
মন্ত্রী আরও বলেন, ‘এইচএসসি পরীক্ষার ওপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। যেহেতু এখন পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হয়েছে এইচএসসি বা সমমানের পরীক্ষা, ঠিক সেই সিলেবাসে ভর্তি পরীক্ষা হওয়া উচিত।’
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একটি পরীক্ষা নেওয়ার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে পরীক্ষাগুলো হয়, সেগুলো একটা পরীক্ষা হয়। সেখানে হয় তো গণিত, বিজ্ঞান বা ভাষা এই জাতীয় বিষয়গুলো এবং সাধারণ জ্ঞানের ওপর পরীক্ষাগুলো হয় এবং সেই একটি পরীক্ষা দিয়ে জাতীয় একটা তালিকা তৈরি হয় এবং তার ওপর ভিত্তি করে, সেই পরীক্ষার যে স্কোর, সেই স্কোরের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।’
২০২২ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে