প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। সড়কে সারা দিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতোই।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এ দিন সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।
তবে সোমবার নতুন করে আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জামগড়া এলাকার নাবা নীট কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও কাজ না করে বসে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করে, কাজে ফেরাতে না পেরে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই কারখানা থেকে ফিরে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিল্প-পুলিশ বলছে, সোমবার বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫৯। এ ছাড়া বন্ধ ৪টি কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজও করেছেন। মঙ্গলবার এ সংখ্যা আরও বাড়তে পারে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে ৪টি কারখানা খুলেছে আজকে, কালকে হয়তো আরও খুলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আজ হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
এ দিকে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার শ্রমিক অসন্তোষকে ঘিরে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি কারখানা মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭তে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় ৪ হাজার। আর গ্রেপ্তার হয়েছেন ৭ জন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে