সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। সড়কে সারা দিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতোই।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এ দিন সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।
তবে সোমবার নতুন করে আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জামগড়া এলাকার নাবা নীট কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও কাজ না করে বসে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করে, কাজে ফেরাতে না পেরে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই কারখানা থেকে ফিরে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিল্প-পুলিশ বলছে, সোমবার বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫৯। এ ছাড়া বন্ধ ৪টি কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজও করেছেন। মঙ্গলবার এ সংখ্যা আরও বাড়তে পারে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে ৪টি কারখানা খুলেছে আজকে, কালকে হয়তো আরও খুলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আজ হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
এ দিকে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার শ্রমিক অসন্তোষকে ঘিরে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি কারখানা মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭তে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় ৪ হাজার। আর গ্রেপ্তার হয়েছেন ৭ জন।

প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। সড়কে সারা দিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতোই।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এ দিন সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।
তবে সোমবার নতুন করে আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জামগড়া এলাকার নাবা নীট কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও কাজ না করে বসে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করে, কাজে ফেরাতে না পেরে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই কারখানা থেকে ফিরে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিল্প-পুলিশ বলছে, সোমবার বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫৯। এ ছাড়া বন্ধ ৪টি কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজও করেছেন। মঙ্গলবার এ সংখ্যা আরও বাড়তে পারে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে ৪টি কারখানা খুলেছে আজকে, কালকে হয়তো আরও খুলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আজ হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
এ দিকে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার শ্রমিক অসন্তোষকে ঘিরে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি কারখানা মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭তে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় ৪ হাজার। আর গ্রেপ্তার হয়েছেন ৭ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৭ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে