ফরিদপুরের মধুখালীতে রাজ সাহ নামের এক যুবককে হত্যার দায়ে নির্মাণ শ্রমিক জসিম উদ্দিনকে (২৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অর্থ আত্মসাতের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।
আজ রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জসিম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত জসিম পাশের জেলা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বামুনদী গ্রামের মজিদ মোল্যার ছেলে।
রাষ্ট্রে পক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আইনজীবী নওয়াব আলী মৃধা জানান, মধুখালী উপজেলার মাঝিকান্দি দাসপাড়া গ্রামের সুমন কুমার সাহার ভবন নির্মাণকাজ ও এর দেখাশোনা করতেন নির্মাণ শ্রমিক জসিম। রাতে একা থাকায় সমস্যা হয় এ অজুহাতে ভবন মালিক সুমনের ছোট ভাই রাজু সাহাকে (২৫) ডেকে নেন জসিম। পরে রাতে রাজুর সঙ্গে থাকা সোনার ব্রেসলেট ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করেন জসিম। পরে লাশ বস্তায় ভরে পাশের একটি শৌচাগারের ফেলে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় ২০২১ সালের ৪ জানুয়ারি নিহত রাজুর মা অরুনা রানী সাহা বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৫ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৫ মিনিট আগে