মানিকগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ লাঠি নিলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের বিরোধীরা মাঠে নেমে গেছেন। তাঁরা শুধু মাঠে নামেননি, লাঠি নিয়ে মিছিল করেন, মিটিং করেন। লাঠি নিয়ে দেখাতে চান তাঁরা কত শক্তিশালী! আওয়ামী লীগের হাতে যদি লাঠি ওঠে, তাহলে বিএনপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তবে লাঠির রাজনীতি আওয়ামী লীগ করে না। গ্রেনেড হামলার রাজনীতি, সিরিজ বোমার রাজনীতি, বিদ্যুৎ চুরির রাজনীতি, হাওয়া ভবনের রাজনীতি, পেট্রলবোমার রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে এই সম্মেলনের আয়োজন করে পৌরসভা আওয়ামী লীগ।
সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান সভাপতিত্ব করেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি আবদুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।
পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। উপস্থিত নেতা-কর্মীরা মন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

আওয়ামী লীগ লাঠি নিলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের বিরোধীরা মাঠে নেমে গেছেন। তাঁরা শুধু মাঠে নামেননি, লাঠি নিয়ে মিছিল করেন, মিটিং করেন। লাঠি নিয়ে দেখাতে চান তাঁরা কত শক্তিশালী! আওয়ামী লীগের হাতে যদি লাঠি ওঠে, তাহলে বিএনপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তবে লাঠির রাজনীতি আওয়ামী লীগ করে না। গ্রেনেড হামলার রাজনীতি, সিরিজ বোমার রাজনীতি, বিদ্যুৎ চুরির রাজনীতি, হাওয়া ভবনের রাজনীতি, পেট্রলবোমার রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে এই সম্মেলনের আয়োজন করে পৌরসভা আওয়ামী লীগ।
সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান সভাপতিত্ব করেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি আবদুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।
পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। উপস্থিত নেতা-কর্মীরা মন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৫ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৩০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৩৪ মিনিট আগে