
বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় হাসানুজ্জামান (৩২) নামে মোটরসাইকেল আরোহী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আমির হামজা (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে এএসআই হাসানের মৃত্যু হয়। নিহত হাসান মানিকগঞ্জের কোর্টে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে মানিকগঞ্জের কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামান দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো-ল-৬১-৪৩৬) ইজতেমা ময়দানে যাচ্ছিলেন। ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছালে গাজীপুর থেকে আসা ঢাকাগামী বলাকা পরিবহন তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাতে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানেই হাসানের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাসের ধাক্কায় পুলিশের এএসআই হাসান মারা গেছেন। এ ঘটনায় এসআই আমির হামজা আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৫ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৭ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৩ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৯ মিনিট আগে