
মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এই রায় দেন। পাশাপাশি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. বিলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি ব্যাপারী। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান।
এ রায়ে আদালত ১০ জনকে খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—আরবাজ আহমেদ রোহান, ইমরান হোসেন, লিমন হোসেন, জাহাঙ্গীর হোসেন, তানভীর মোল্লা, রোকনউদ্দৌলা, জামাল হোসেন প্রধান, রাহুল হোসেন প্রধান, আসাদুল্লাহ আল গালিব ও পরশ প্রধান।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি রনি ব্যাপারী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রধান ও সাকিব প্রধান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিহাব প্রধান ও রাকিবুল হাসান সৌরভ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোট জাহাঙ্গীর, রায়হান ও অনিক ব্যাপারী পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরে আওলাদ হোসেন মিন্টুর বোনকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে রাত ১১টায় স্থানীয় সালিস হয়। সালিস শেষে মামলায় বর্ণিত আসামিরা উত্তেজিত হয়ে আওলাদ হোসেন মিন্টু, শাকিব ও ইমনকে দেশীয় অস্ত্রশস্ত্র, চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। পরদিন ঢাকা মেডিকেলে মিন্টু ও সাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় একই বছরের ২৬ মার্চ নিহত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এরপর ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে