নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এই রায় দেন। পাশাপাশি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. বিলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি ব্যাপারী। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান।
এ রায়ে আদালত ১০ জনকে খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—আরবাজ আহমেদ রোহান, ইমরান হোসেন, লিমন হোসেন, জাহাঙ্গীর হোসেন, তানভীর মোল্লা, রোকনউদ্দৌলা, জামাল হোসেন প্রধান, রাহুল হোসেন প্রধান, আসাদুল্লাহ আল গালিব ও পরশ প্রধান।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি রনি ব্যাপারী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রধান ও সাকিব প্রধান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিহাব প্রধান ও রাকিবুল হাসান সৌরভ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোট জাহাঙ্গীর, রায়হান ও অনিক ব্যাপারী পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরে আওলাদ হোসেন মিন্টুর বোনকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে রাত ১১টায় স্থানীয় সালিস হয়। সালিস শেষে মামলায় বর্ণিত আসামিরা উত্তেজিত হয়ে আওলাদ হোসেন মিন্টু, শাকিব ও ইমনকে দেশীয় অস্ত্রশস্ত্র, চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। পরদিন ঢাকা মেডিকেলে মিন্টু ও সাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় একই বছরের ২৬ মার্চ নিহত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এরপর ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এই রায় দেন। পাশাপাশি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. বিলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি ব্যাপারী। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান।
এ রায়ে আদালত ১০ জনকে খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—আরবাজ আহমেদ রোহান, ইমরান হোসেন, লিমন হোসেন, জাহাঙ্গীর হোসেন, তানভীর মোল্লা, রোকনউদ্দৌলা, জামাল হোসেন প্রধান, রাহুল হোসেন প্রধান, আসাদুল্লাহ আল গালিব ও পরশ প্রধান।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি রনি ব্যাপারী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রধান ও সাকিব প্রধান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিহাব প্রধান ও রাকিবুল হাসান সৌরভ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোট জাহাঙ্গীর, রায়হান ও অনিক ব্যাপারী পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরে আওলাদ হোসেন মিন্টুর বোনকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে রাত ১১টায় স্থানীয় সালিস হয়। সালিস শেষে মামলায় বর্ণিত আসামিরা উত্তেজিত হয়ে আওলাদ হোসেন মিন্টু, শাকিব ও ইমনকে দেশীয় অস্ত্রশস্ত্র, চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। পরদিন ঢাকা মেডিকেলে মিন্টু ও সাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় একই বছরের ২৬ মার্চ নিহত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এরপর ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে